মুহাম্মদ তাজুল ইসলাম
দেখি সবাই ঘুড়ি উড়াই
হাতে পরে চুড়ি
আমেজ আর উৎসবে মাতে
ছেলে ছোকরা বুড়ী।
বয়স কোন বিঘ্ন নয় আজ
চলছে মনের বনভোজন
হাসি মুখে স্মৃতির বুকে
হাতড়ে স্বস্তি বন্ধু ক’জন।
গন্ডিতে তাই নাইকো বাঁধা
উড়বো পাখির মতো
মনের খোরাক মিটানো চাই
ঘুরতে পারি যতো।
কেমনে থাকি ঘরের কোণে
পড়ে শুধু বই
শরীরকে নয় হৃদয় ভরি
করবো হইচই।
বেলুন উড়ে আবার উড়াই
মনের রঙিন পাখা
খুঁজবো নতুন দেখবো নতুন
পুরাতন সখি সখা।
ক্লান্তি শেষে শান্ত হতে
শান্তি দিতে মনের
একাকি নয় সবাই মিলে
সঙ্গে যাবো বোনের।
রাত পোহালে গগনতলে
সূর্য দিবে উঁকি
স্কুল পালিয়ে পিকনিকে নয়
মা যেন করে না বকা বকি।
অতিভোজন করবো না ভাই
বনভোজনে গিয়ে
খাবার নষ্ট অপচয় নয়
হোকনা পরের বিয়ে।
বনভোজন হোক সবার সাথে
জাতি, বর্ণ, ধর্ম ভুলে
পরিচয় নয়, সবাই মানুষ
দেখবো নতুন বিশ্ব তাহলে।
লেখকঃ মুহাম্মদ তাজুল ইসলাম কবি ও কলামিস্ট।
ইবি,কুষ্টিয়া তারিখ ২৮/০২/২০২১ খ্রিস্টাব্দ।