স্প্যানিশ লা লিগায় রিয়াল ভাইয়াদলিদকে ১-০ গোলে হারিয়ে আতলেতিকো মাদ্রিদের সঙ্গে ব্যবধান কমাল জিনেদিন জিদানের দল। দুই দলের পয়েন্ট ব্যবধান এখন ৩।
প্রতিপক্ষের মাঠে শনিবার রাতে ম্যাচের একমাত্র গোলটি করেন কাসেমিরো।
ভাইয়াদলিদের বিপক্ষে মাদ্রিদ টানা তিন ম্যাচ জিতল একই ব্যবধানে।
অবনমন অঞ্চলে থাকা ভাইয়াদলিদ খুব বেশি সুযোগ পায়নি। তবে এর মধ্যেও অন্তত দুইবার তারা কঠিন পরীক্ষায় ফেলে থিবো কোর্তোয়াকে। বেলজিয়ান গোলরক্ষকের দৃঢ়তায় টানা তৃতীয় ম্যাচে জাল অক্ষত রাখে রিয়াল।
প্রতিপক্ষের রক্ষণে গিয়ে বারবার খেই হারাচ্ছিলেন মার্কো আসেনসিও, ভিনিসিউস জুনিয়র, মারিয়ানো দিয়াসরা। এরপরও ২৩ ও ৩০তম মিনিটে দুইবার জালে বল পাঠান মারিয়ানো। তবে দুবারই অফসাইডের জন্য গোল মেলেনি।
গোলশূন্য প্রথমার্ধের পর ৬৫ মিনিটের সময় হেডে নিশানা খুঁজে নেন কাসেমিরো। টনি ক্রুসের ফ্রি কিকে ব্রাজিলিয়ান এই মিডফিল্ডারের হেড পোস্টে লেগে জালে জড়ালে এগিয়ে যায় রিয়াল। চলতি আসরে এটি তার পঞ্চম গোল।
এই জয়ে ২৪ ম্যাচে ১৬ জয় ও চার ড্রয়ে ৫২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে গতবারের চ্যাম্পিয়নরা।
দিনের অন্য ম্যাচে লেভান্তের বিপক্ষে ২-০ গোলে হেরে গেছে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা আতলেতিকো। ২৩ ম্যাচে দিয়েগো সিমেওনের দলের ৫৫ পয়েন্ট।
২২ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে বার্সেলোনা।