মুহাম্মদ তাজুল ইসলাম
বসন্ত এলে কবির নিরবতা ভাঙে
ফুল, পাখি তরুলতা,কীটপতঙ্গ ও প্রকৃতি জাগে
তরুণ-তরুনী সক্রিয় হয় তেজদীপ্ত আবেগে
আপনজনকে ফুল দিয়ে বলতে মন উচাটন হয় শরীরে
ওগো আমি তোমাতে সত্যি ভালোবাসি জনম জনমে
মানবিক মানুষ ভালোবাসা ছাড়া কিছুই চায় না ছড়াতে
বিদ্বেষ কানাকানি হানাহানি যুদ্ধ-বিগ্রহ রাখে না মনেতে
কর্ম পাগল মানুষ হয়ে উঠতে চাই এ ভুবনে
মানবসেবক হতে পারি যেন সবার দু নয়নে
অহমিকা নয় যতদুর পারি চাই সরলতা বিলিয়ে দিতে
যত দোষ হোক আপনা ভাবি নিতে পারি মাথা পেতে।
স্বার্থ আছে আমার জন্য নয় এই চিন্তা ভাবনা করি যে;
পরার্থে কাঁদুক মনটা সদা, খালি হোক তোমার পকেট হে।
ভালোবাসা হোক সার্বক্ষণিক দিনক্ষণ ধরে কেন স্মরিবে
সামাজিক যোগাযোগ মোবাইলে কল, ফেক ভালোবাসা যাবেই যাবে বিফলে।
জীবনযুদ্বে পরাজিত নয় যতদুর পারো থাকো লড়াইয়ে
ভেঙে চুরমার হবে যদি থাকে কোন অহমিকা আর বড়াই এ।
সত্যিকারের ভালোলাগা, ভালো বাসা টিকে আছে, থাকবে চিরকাল,
শুধু ভালোবাসবো হৃদয় দিয়ে যা হয়ে ওঠে না আজ-কাল।
মুখের ভাষায় মিছে মিছে ভালোবাসা যেন না হয় রাশি রাশি
নকল ভালোবাসা দুর হয়ে যাক, আপনা ভালোবাসি।
লেখকঃ মুহাম্মদ তাজুল ইসলাম, কবি ও কলামিস্ট।