সব
facebook apsnews24.com
অভিজিৎ হত্যা মামলায় ৫ আসামির মৃত্যুদণ্ড - APSNews24.Com

অভিজিৎ হত্যা মামলায় ৫ আসামির মৃত্যুদণ্ড

অভিজিৎ হত্যা মামলায় ৫ আসামির মৃত্যুদণ্ড

ব্লগার ও বিজ্ঞানমনস্ক লেখক অভিজিৎ রায় হত্যা মামলায় পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এছাড়া একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান এই রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হলেন- আনসার আল ইসলামের সামরিক শাখার প্রধান ও বরখাস্ত হওয়া মেজর সৈয়দ জিয়াউল হক, জঙ্গি নেতা আকরাম হোসেন ওরফে আবির ওরফে আদনান, আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব, মোজাম্মেল হুসাইন ওরফে সায়মন, আরাফাত রহমান ওরফে সিয়াম। তাদের মধ্যে পলাতক আছেন জিয়াউল হক ও আকরাম হোসেন।

এছাড়া ব্লগার শফিউর রহমান ফারাবীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সল আরেফীন দীপন হত্যা মামলায়ও একই আদালতে জিয়া, আকরাম, সোহেল ও মোজাম্মেলের ফাঁসির রায় হয়েছে গত ১০ ফেব্রুয়ারি।

গত ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি রাতে বইমেলা থেকে ফেরার পথে টিএসসির সামনে জঙ্গিদের হামলায় ঘটনাস্থলেই নিহত হন অভিজিৎ রায়। এ সময় তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যা অভিজিতের সঙ্গে ছিলেন এবং হামলায় তিনিও আহত হন। জঙ্গিদের চাপাতির কোপে হাতের একটি আঙুল হারান তিনি।

অভিজিতের বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও পদার্থবিদ অধ্যাপক অজয় রায় বাদী হয়ে শাহবাগ থানায় একটি হত্যা মামলা করেন। মামলাটি প্রথমে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও পরে পুলিশের কাউন্টার টেররিজম (সিটিটিসি) ইউনিট তদন্ত করে।

অভিজিত হত্যা মামলায় ২০১৯ সালের ১৩ মার্চ ছয়জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দেয় সিটিটিসি।

আসামিদের মধ্যে মান্না ইয়াহিয়া ওরফে মান্নান রাহি ও আবুল বাশার চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যাওয়ায় এবং এ হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়া জঙ্গি দলটির নেতৃত্বে থাকা মুকুল রানা ওরফে শরিফুল ২০১৬ সালের ১৯ জুন ঢাকার খিলগাঁওয়ে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হওয়ায় এ তিনজনের নাম মামলা থেকে বাদ দেওয়া হয়।

পরে ওই বছরের ১ আগস্ট অভিযোগ গঠনের মধ্য দিয়ে আসামিদের বিচার শুরুর আদেশ হয়। মামলায় ৩৪ সাক্ষীর মধ্যে ২৮ জনের সাক্ষ্য নেয় আদালত। ঘটনার প্রায় ছয় বছর ও বিচার শুরুর দেড় বছরের বেশি সময় পর চাঞ্চল্যকর এ মামলার রায় হলো।

ছেলেকে হত্যার এই মামলায় ২০১৯ সালের ২৮ অক্টোবর আদালতে সাক্ষ্য দিয়েছিলেন অধ্যাপক অজয় রায়। তবে এর কিছুদিন পর ওই বছরের ৯ ডিসেম্বর বিচার দেখে যাওয়ার আগেই মারা যান তিনি।

আপনার মতামত লিখুন :

বৈষম্য ও বেকারত্ব লাঘবে আইনজীবী তালিকাভূক্তি পদ্ধতি সংস্কারের বিকল্প ভাবনা

বৈষম্য ও বেকারত্ব লাঘবে আইনজীবী তালিকাভূক্তি পদ্ধতি সংস্কারের বিকল্প ভাবনা

শিক্ষার্থী তাহিরের মৃত্যু: শেখ হাসিনা-কাদেরসহ ৪০ জনের নামে রংপুরে মামলা

শিক্ষার্থী তাহিরের মৃত্যু: শেখ হাসিনা-কাদেরসহ ৪০ জনের নামে রংপুরে মামলা

কারামুক্ত হলেন হেফাজত নেতা মাওলানা মামুনুল হক

কারামুক্ত হলেন হেফাজত নেতা মাওলানা মামুনুল হক

বিচারপতির স্বাক্ষর জাল করে মেয়র জাহাঙ্গীর এর জামিন আপিল বিভাগ থেকে স্থগিত

বিচারপতির স্বাক্ষর জাল করে মেয়র জাহাঙ্গীর এর জামিন আপিল বিভাগ থেকে স্থগিত

৪২ লক্ষ মামলাজটে বিচার বিভাগ

৪২ লক্ষ মামলাজটে বিচার বিভাগ

আপিল বিভাগে বিচারকাজ চলাকালে ছাদ থেকে বিচারকদের আসনে বৃষ্টির পানি

আপিল বিভাগে বিচারকাজ চলাকালে ছাদ থেকে বিচারকদের আসনে বৃষ্টির পানি

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান
০১৬২৫৪৬১৮৭৬

editor@apsnews24.com, info@apsnews24.com
Developed By Feroj