১৪ফেব্রুয়ারি বিশ্ব ভালবাসা দিবস ও জাগ্রত তারুণ্যের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাগ্রত তারুণ্য ও সাহিদুন্নেছা কয়েস ফাউন্ডেশনের উদ্দ্যোগে জাগ্রত তারুণ্য ত্যাগের মহীমায় ব্যাতিক্রমী ভালবাসা দিবস উৎযাপন -২০২১ শিরোনামে সমাজের অনাগ্রসর ও সুবিধাবঞ্চিত বেদে /যাযাবার সম্প্রদায়ের ৩৫টি পরিবারের ৯০জন মানুষের মুখে হাঁসি ফোটানোর মধ্য দিয়ে পালন করেন ব্যাতিক্রমী এক ভালবাসা দিবস।বেদে সম্প্রদায়ের মাঝে ভালবাসা দিবসের উপহার সামগ্রী প্রদান করা হয় ও তাদেরকে নিয়ে জাগ্রত তারুণ্যের প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন জাগ্রত তারুণ্যের ফাউন্ডার ও প্রেসিডেন্ট মোঃ শাহবাজ মিঞা শোভন। এছাড়া ও উপস্থিত ছিলেন জাগ্রত তারুণ্য কেন্দ্রীয় কমিটির রিচার্স এন্ড ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ আজিম মৃধা,প্রচার সম্পাদক আরাফাত রহমান বায়জিদ,মিডিয়া এক্সিকিউটিভ মুন রাজ,জাগ্রত তারুণ্য-দুমকী, পটুয়াখালী ইউনিটের সভাপতি মোঃসানি হোসেন,ঝালকাঠি জেলা ইউনিটের সাধারন সম্পাদক সুমন মৃধা,গৌরনদী উপজেলা ইউনিটের সভাপতি মোঃমনিরুল ইসলাম লিমন, বরিশাল জেলা ইউনিটের যুগ্মসাধারন সম্পাদক সিফাত-ই-মনজুর,বরিশাল বি.এম কলেজ ইউনিটের সমন্বয়ক মারফিন মাটি সহ নিয়ন,হাসিব,জিদান প্রমুখ সদস্যরা। বেদে সম্প্রদায়ের সাথে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয় এবং বেদে সম্প্রদায়ের সকলকে মাস্ক ও শিশুদের চকলেট,চিপস ও কেক প্রদান করা হয়।