সব
facebook apsnews24.com
সততার ফল - APSNews24.Com

সততার ফল

মুহাম্মদ তাজুল ইসলাম

নদীর ধারে গাছের আপেল
এক পথিক পেড়ে খেলেন
অনুমতি ছাড়া ভক্ষণ করে
চিন্তায় পড়ে গেলেন। 
কি করা যায় কেমনে পাবো
গাছের মালিক কে? 
খুঁজতে খুঁজতে ঠিকই মিলে 
বাগান বাড়ির দিকে। 
যেই বলেছি মাফ করে দেন 
আপেল ছিড়েছি অনুমতি বিনা
আপনার ক্ষমা বড়ো প্রয়োজন
না হলে তবে মাফ পাবো না।
বাগানের মালিক দেখলো ভেবে 
এমন ছেলে আজও আছে বুঝি
ভয় পাই যে মহান রবে 
পরীক্ষা তোমায় দিতে হবে শোন মাফ পেতে হলে আজি। 
বছর খানেক কাজ করা হলো 
আপেল খাওয়ার শাস্তি 
রাজি হয়ে তখন গোনাহ মাফ হবে 
এই ভেবে মিলে স্বস্তি। 
বাড়ির মালিক গভীর ধ্যানে 
দোয়া করে বার বার 
এমন বৎস আজও আছে ধরায় 
তার জুড়ি মেলা বড়ো ভার। 
এক বছর পার হয়ে গেলো সাজা
এবার চাইছে ছুটি 
বাগানের মালিক বললো বাবা পরীক্ষা তোমায় দিতে আরো একটি নয় দুটি। 
শেষ পরীক্ষার প্রশ্ন কি হবে 
চিন্তায় কপালে ভাঁজ 
কন্যার বিয়ে করিতে হইবে 
শুনে মাথায় পড়ে বাজ। 
দুহিতা তাঁর দেখিতে কুৎসিত 
কানা বোবা ও কালা 
বাসর ঘরে গিয়ে দেখা যায় 
অপরুপ সুন্দরী ও ধলা। 
ফিরে এসে তখন জবাব চাহিল 
বিয়ে করিনু এমন সুন্দরী কনে 
মেয়ের বাবা মুচকি হেসে বলল 
দেখেছো যাকে অপ্সরা সে ওটাই আমার মেয়ে। 
আপেল চোর না ভুলে খেয়ে ছিল 
মালিকের অনুমতি ছাড়াই 
অপর মালিকের পরীক্ষা পাশে 
চোর হইলো বাগান মালিকের জামাই। 
সততার পুরস্কার দুনিয়ার সাথে
পরকালে ও পাবে মুক্তি
চোর বাটপারী দুর্নীতি ছাড়ো
সততাই হোক শক্তি।

কবি ও লেখকঃ মুহাম্মদ তাজুল ইসলাম, কলামিস্ট, আইন বিশ্লেষক ও কবি।

আপনার মতামত লিখুন :

ভারতের বিখ্যাত গজল শিল্পী পঙ্কজ উদাস এর শেষ নিঃশ্বাস ত্যাগ

ভারতের বিখ্যাত গজল শিল্পী পঙ্কজ উদাস এর শেষ নিঃশ্বাস ত্যাগ

কবিতা ‘তেলবাজি’

কবিতা ‘তেলবাজি’

কবিতা ‘যুদ্ধ মানে’

কবিতা ‘যুদ্ধ মানে’

রক্তে কেনা মাতৃভাষা

রক্তে কেনা মাতৃভাষা

কবিতা ‘হতে হলে’

কবিতা ‘হতে হলে’

কবিতা, ‘তাহলে কেমন হতো’

কবিতা, ‘তাহলে কেমন হতো’

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান
০১৬২৫৪৬১৮৭৬

editor@apsnews24.com, info@apsnews24.com
Developed By Feroj