বেল্লাল হোসাইন
যদিও আমি এই কথা বলার যোগ্যতা বা এখতিয়ার কিছুই রাখিনা তবুও বলছি, ধর্মীয় উগ্রবাদ ও উগ্র ধর্মবিরোধিতা দুটি বিষয়ই ঘৃণ্য মনে হয়। এক্ষেত্রে, ভালোভাবে ধর্ম মানা অথবা ধর্মবিরোধিতা করার জন্যে সঠিক পড়াশোনা করা দরকার। না জেনে বা ভাসাভাসা জেনে আমাদের আচরণ উগ্র হয়ে যাচ্ছে। ইদানিং আমরা পড়ার চেয়ে লিখছি বেশি।
এটা এলার্মিং!
হুজুরেরা তো কত কিছুই বলে। আমরা তো তাদের কথা যাচাই-বাছাই করলাম না। আমাদের নির্ভরযোগ্য পাঠাভ্যাস করা দরকার।
কত শত বই-ই তো গোগ্রাসে পড়লেন/পড়লাম! লেখকের স্তুতিতে কত কথাই বলি আমরা। অথচ তুচ্ছ করে হলেও তো মাতৃভাষায় পবিত্র কুরআন পড়ে দেখলাম না! আমি এবার পবিত্র কুরআন এর বাংলা অনুবাদ পড়বো ভাবছি। চলুন না সেরেফ একটা থ্রিলিং গল্প/উপন্যাস মনে করে হলেও বাংলাটুকু পড়ে ফেলি। বুঝার চেষ্টা করি লেখক কী বুঝাতে চায়। অনুভূতি জানিয়ে রিভিউ না হয় পড়া শেষে দেয়া যাবে। দেখে দেখে বা মুখস্ত আরবি অনেকেই পড়েছি৷ কিন্তু অনুভূতি জাগেনি। কারণ বিষয়বস্তু বুঝতেই পারিনি। তাই এবার সরাসরি বাংলা। গুগল প্লেস্টোর থেকে ভালো রিভিউ, রেটিং দেখে একটা এপ নামিয়ে সহজেই কাজটা করা যায়। যারা আরবি পারিনা, তাঁরা এপ থেকে সরাসরি বাংলা অনুবাদ পড়ে নিতে পারি।
কেউ দয়া করে ফতোয়া দিয়ে নিরুৎসাহিত করবেন না। ঐ বইয়ে কী লেখা আছে তা খুব জানা দরকার।
[ ★★★ হৃদয় দিয়ে পড়ুন, বুদ্ধি খাটিয়ে প্রতিক্রিয়া দেখান। মন মতো না হলে এড়িয়ে যান! ]
__________~(আমাদের স্বপ্ন)