নিজস্ব প্রতিনিধি:
ঢাকার মোহাম্মদপুরের অবস্থিত ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু পরিষদের সাংগঠনিক কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৮ জানুয়ারী) রাত আটটার দিকে বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম মালেক স্বাক্ষরিত ৪১ সদস্য বিশিষ্ট কমিটির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে সংগঠনটির আনুষ্ঠানিক কার্যক্রমের অনুমোদন দেয়া হয়।
কমিটিতে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক উপ-অর্থ বিষয়ক সম্পাদক, কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের সাবেক আহবায়ক ও আরবী বিশ্ববিদ্যালয়ের শাখা কর্মকর্তা শামীম খানকে সভাপতি এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক উপ সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের আরবী প্রভাষক জহিরুল ইসলাম খানকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে।
কমিটির অনুমোদনের পর দায়িত্বপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম মালেকর বাসায় উপস্থিত হয়ে তার প্রতি কৃতজ্ঞতা জানান।
৪১ সদস্য বিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন, আশফাক আখতার (সহ-সভাপতি), মো. অজিউল্লাহ, মো. মুশফিকুর রহমান ফিরোজ, সাদেকুর রহমান (যুগ্ম-সাধারণ সম্পাদক), মো. হাফিজুল ইসলাম হাফিজ (সাংগঠনিক সম্পাদক), মো. আব্দুল হান্নান (দপ্তর সম্পাদক), সালাহ উদ্দীন প্রধান (প্রচার সম্পাদক), অমিতাভ বিশ্বাস (উপ-প্রচার সম্পাদক), মোহাম্মদ হোসেন (অর্থ সম্পাদক), মাসুদ রানা (উপ-অর্থ সম্পাদক), ইয়াসিন আলী (আইন বিষয়ক সম্পাদক), মো. আব্দুল্লাহ আল জাফর (উপ আইন বিষয়ক সম্পাদক), মো. শরিফুল ইসলাম (মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক), শাহনেওয়াজ (আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক), আসিফ মুরাদ (উপ- আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক), মুরাদ হোসেন(গ্রন্থ ও প্রকাশনা বিষয়ক সম্পাদক), দেবাংশ রঞ্জন নন্দী (উপ-গ্রন্থ ও প্রকাশনা বিষয়ক সম্পাদক)।
জাহান উদ্দীন (তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক), রুমি কিসলু ( উপ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক), আব্দুস সালাম বাসেত (ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক), হাসিবুর রহমান সাগর (উপ-ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক), মিজানুর রহমান (সাহিত্য বিষয়ক সম্পাদক), তানজির আহমেদ (উপ সাহিত্য বিষয়ক সম্পাদক), ফখরুল ইসলাম (সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক), মো. সফিকুল ইসলাম (উপ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক), হাকিমুন নাহার (মহিলা বিষয়ক সম্পাদক), ফারজানা তানিয়া (উপ-মহিলা বিষয়ক সম্পাদক), মো. রেজাউল ইসলাম (ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক), মো. দিদারুল্লাহ (উপ ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক)।
এছাড়াও মো. মোশারফ হোসেন, শেখ রায়হান, ফয়সাল কবির, মো সুমন আলী, মুহাম্মদ হাসানুজ্জামান, মাহবুবুর রহমান, আসাদুজ্জামান, মনির হোসেন, সোমা আক্তার, আবদুল গফুর কার্যনির্বাহী সদস্য মনোনীত হয়েছেন।