বেশ কিছু আন্তর্জাতিক উৎসবে ঘুরে এসেছে আসাদ জামানের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘জলঘড়ি’। ১৮ জানুয়ারি প্রিমিয়ার হওয়ার কথা ছিল চলমান ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। কিন্তু সেন্সর ছাড়পত্র না পাওয়ায় সেটি সম্ভব হয়নি। এবার উন্মুক্ত হলো অনলাইনে।
বৃহস্পতিবার সন্ধ্যায় বৃক্ষ ফিল্মসের ইউটিউব চ্যানেলে ‘জলঘড়ি’র প্রিমিয়ার হয়।
সেন্সর ছাড়পত্র না পাওয়া প্রসঙ্গে ওই সময় আসাদ জামান বলছিলেন, “বিশ্বের পাঁচটি স্বনামধন্য চলচ্চিত্র উৎসবে অফিশিয়াল সিলেকশন ও ঝাড়খণ্ড চলচ্চিত্র উৎসবে সেরা অ্যাকশন থ্রিলার হিসেবে পুরস্কৃত হয়েছে আমাদের ছবিটি। কিন্তু আমার নিজের দেশের চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ারের দিনক্ষণ প্রকাশ ও প্রচারের পরও শেষ মুহূর্তে এসে সেন্সর বোর্ড সেন্সর না দেওয়ায় ঢাকা চলচ্চিত্র উৎসব আমাদের চলচ্চিত্রটির প্রিমিয়ার শো বাতিল করেছে।”
‘জলঘড়ি’ পরিচালনার পাশাপাশি কাহিনি-চিত্রনাট্য লিখেছেন আসাদ জামান।
ছবির গল্প প্রসঙ্গে বলেন, “এই শহরের কিছু মানুষের জীবনে ৩১ ডিসেম্বরের রাতে আকস্মিক বা সময়ের বিবর্তনে ঘটে যাওয়া কিছু ঘটনা যা আমূল পাল্টে দেয় তাদের জীবন, পরস্পরের যোগাযোগহীন মানুষগুলো দাঁড়িয়ে যায় একই কাতারে, জড়িয়ে যায় একজন আরেকজনের গল্পে, একজন আরেকজনের জীবনের স্রোতে। এই স্রোতে ভেসে যায় তাদের পারস্পরিক সম্পর্ক, উঠে আসে লোভ-লালসা, স্বপ্ন, আর থার্টি ফাস্ট নাইটের উৎসব আবহ, রাষ্ট্র আর সমাজ ব্যবস্থায় এই প্রভাব আর একে ঘিরে আমাদের হিপোক্রেসির লাগামহীনতা। এভাবেই একের পথ মাড়িয়ে এগিয়ে চলে আরেকজনের গল্প যা ফাইনালি মুখোমুখি দাঁড়িয়ে যায় নতুন বছরের উৎসব উদ্যাপনের প্রারম্ভকালে।”
সিনেমার অধিকাংশ শুটিং হয়েছে ঢাকার ইস্কাটন, মগবাজার রেলগেট, রমনা, পুরান ঢাকার বাহাদুর শাহ্ পার্ক এলাকা, বাংলামোটর, শাহবাগ, মহাখালী, উত্তরায় আর কিছু শুটিং হয়েছে নারায়ণগঞ্জ এবং চাঁদপুরে।
বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দীপান্বিতা মার্টিন, হাসনাত রিপন, সাজাহান সৌরভ, ইভান সাইর, জয়িতা মহলানবিশ প্রমুখ।