রাজধানী ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে ২০ জানুয়ারি বুধবার বিকেলে অাইন শিক্ষার্থী ও শিক্ষানবিশদের জাতীয় সংগঠন আইনজীবী সনদ অধিকার আন্দোলন-এর ৪ দফা দাবীতে মানববন্ধন অনুষষ্ঠিত হয়েছে। তাদের দাবীগুলোর মধ্যে আছে,
১। আইনজীবী অন্তর্ভুক্তিকরণ পদ্ধতি সংস্কারের দাবিতে আইন শিক্ষার্থী ও শিক্ষানবিশগণ রাজপথে সোচ্চার হয়েছে। জটিল, ব্যয়বহুল, সময়সাপেক্ষ ও হয়রানিমূলক তিন ধাপের পরীক্ষা নামক ছাঁটাই প্রক্রিয়া বাতিলপূর্বক বিশেষায়িত পেশাভিত্তিক আইন শাস্ত্রে স্নাতকের কর্মসংস্থানের নিশ্চয়তা চাই, উপজেলা আদালত চালু ও গ্রাম আদালত পর্যন্ত আইনজীবীদের কার্যক্রম বিস্তৃত করা
২। আইন পেশায় শিক্ষানবিশকাল এক বছর করা। শিক্ষানবিশকালে বাংলাদেশ বার কাউন্সিলের তত্ত্বাবধানে প্রশিক্ষণ, কর্মশালা ও সেমিনারে অংশগ্রহণ সাপেক্ষে আইনজীবী সনদ প্রদান করা
৩। বাংলাদেশ বার কাউন্সিল ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সমন্বয় সভার মাধ্যমে নির্দিষ্ট মেয়াদে আইন বিষয়ে স্নাতক পর্যায়ে কাম্য ছাত্র সংখ্যা নির্ধারণ করা অথবা বিশেষ প্রতিষ্ঠান গঠন করে আইনের ছাত্র সংখ্যা, সিলেবাস ও পেশাগত সংকট সমাধানে সমন্বয়ের ব্যবস্হা করা
৪। মামলায় নির্দিষ্ট স্তর পর্যন্ত শিক্ষানবিশের অংশগ্রহণের ব্যবস্হা, বার কাউন্সিলের তত্ত্বাবধানে আইনজীবী অন্তুর্ভুক্তিকরণের পূর্ব পর্যন্ত ন্যূনতম শিক্ষানবিশ সম্মানী ফি নির্ধারণ ও সংশ্লিষ্ট আইনজীবী সমিতির মাধ্যমে প্রাপ্তি নিশ্চিত করা।
এই ৪ দফা দাবিতে রাজধানী ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে ২০ জানুয়ারি বুধবার বিকেলে অাইন শিক্ষার্থী ও শিক্ষানবিশদের জাতীয় সংগঠন আইনজীবী সনদ অধিকার আন্দোলন-এর ডাকে মানববন্ধন-সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন জাতীয় ছাত্র-যুব নেতৃবৃন্দ।