পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী সদর উপজেলার রড়বিঘাই ইউনিয়নের ছাত্রলীগ কমিটি গঠন করা হয় ৬ জানুয়ারি ২০২১। এই কমিটিতে সভাপতি হিসেবে অনুমোদিত হয় রাকিবুল ইসলাম রাহাত মৃধা, সহ-সভাপতি মিল্টন হাওলাদার, সহ-সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ রিমু শিকদার , যুগ্মসাধারণ সম্পাদক মোঃ রুবেল, মোঃ মোজাম্মেল সরদার, সাংগঠনিক সম্পাদক তামিম শরীফ, মোঃ রাহাত, মনির গাজী, সজীব সরদারসহ মোট 10 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। ছাত্রলীগের প্যাডে উপজেলা ছাত্রলীগ এই কমিটির অনুমোদন দেন।
কিন্তু, পরবর্তীতে ১০ তারিখে সভাপতি হিসেবে মিল্টন হাওলাদার , ও সাধারণ সম্পাদক হিসেবে মোজাম্মেল সরদারের নাম রেখে নতুন একটি কমিটি দেখতে পাওয়া যায়। এই কমিটির অনুমোদন কে দিয়েছে সেটি জানা যায় নি। তবে এই কমিটি হওয়ায় অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন।
সদর উপজেলার সাধারণ সম্পাদক মোঃ আসাদুল ইসলাম কে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান, ‘কে বা কাহারা জাল প্যাড ব্যবহার করে এই কমিটি অনুমোদন দিয়েছেন তা এখন পর্যন্ত জানা যায়নি, তবে এটি খাতিয়ে দেখা হবে এবং দোষীদের আইনের আওতায় আনা হবে।’
বাংলাদেশ ছাত্রলীগ বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন, তাই এই সংগঠনের কোন ভাবেই যেন অসম্মান না হয় তার দাবী সুুধী জনের ও প্রকৃত ঘটনা উদঘাটন করে দোষীদের আইনের আওতায় দ্রুত আনা হবে বলেও সুধীজনের প্রত্যাশা।