আজাহার ইসলাম, ইবি:
তীব্র শীতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। বেড়েছে ছিন্নমূল ও অসহায় মানুষদের দূর্দশা। এসব অসহায়দের মুখে হাসি ফোটাতে এগিয়ে এসেছে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘কল্পতরী ফাউন্ডেশন’। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) মধ্যরাতে চট্রগ্রাম রেলওয়ে স্টেশনে দেড় শতাধিক অসহায় শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে তারা।
সংগঠনটির সদস্যরা জানায়, ‘প্রজেক্ট হাসিমুখ’ নাম দিয়ে ‘কল্পতরী ফাউন্ডেশন’ দুস্থ ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে। গতকাল মধ্যরাতে চট্রগ্রাম রেলওয়ে স্টেশন এলাকায় চল্লিশটি কম্বল ও একশ গরম কাপড় বিতরণ করে সংগঠনের সদস্যরা।
এসময় চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ম্যানেজার রতন কুমার, স্টেশন মাস্টার জাফর আহমেদ, সাজ্জাদ হোসেন, আব্দুল্লাহ আল সায়েম, সাইদুল ইসলাম, তানবীর আহাম্মদ সিদ্দিক, ফিরোজ প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া ফাউন্ডেশনের সাদমান সাকিব নিলয়, নুর বিজয়, প্রান্ত ধর, বিজয় বড়ুয়া, স্বাধীন চৌধুরী, জুয়েল বল, আভিক দত্ত, প্রতীক নয়ন, রাহুল নন্দি, আবিদসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
পোর্ট সিটি ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের ছাত্র নূর বিজয় বলেন, ‘সকলে এগিয়ে আসলে অনেক ভালো কিছু সম্ভব।’
সংগঠনে সদস্য রাবি ম্যানেজমেন্টে বিভাগের ছাত্র মুন্না দাস বলেন, ‘আমরা ছাত্ররা নিজেদের অর্থায়নে এত দিন অনাথ ও দরিদ্রদের পাশে থেকেছি। বিত্তশীলদের সহযোগিতা চাই।’
রাবি আইন বিভাগের ছাত্র সাদমান সাকিব নিলয় বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া প্রত্যেক ছাত্র তথা তরুণদের উচিত নৈতিক দায়িত্ববোধ থেকে অপরের জন্য কাজ করা।’
ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রান্ত ধর বলেন, ‘অনাথ ও এতিমদের পাশে থাকার সুখ সকল কিছুর উর্ধ্বে। বিত্তবানরা এগিয়ে আসলে চট্টগ্রামে আরো বেশি মানুষের কাছে আমরা পৌঁছাতে পারবো।’
স্টেশন কর্মকর্তা আবুদুল্লাহ আল সায়েম বলেন, ’ভালো কাজে বাংলাদেশ রেলওয়ে সদা কল্পতরীর পাশে থাকবে। একতা থাকলে সকল কিছু সম্ভব।’
উল্লেখ্য, বিভিন্ন সরকারী, বেসরকারী, জাতীয় বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ শিক্ষার্থীদের সমন্বয়ে ২০২০ সালের ৫ আগস্ট যাত্রা শুরু করে ‘কল্পতরী ফাউন্ডেশন’। মানবতার কল্যাণে নিরন্তর কাজ করাই এ সংগঠনের প্রধান লক্ষ্য।
আপনিও লিখতে পারেন আমাদের ক্যাম্পাস, শিক্ষা পরিবার, সাহিত্য ও মতামত পাতায় । আাপনার লেখার মাধ্যমে দেশ ও জাতি সমৃদ্ধ হোক।
আপনার লেখা পাঠাতে আমাদের ইমেল করুন editor@apsnews24.com এই ঠিকানায়।
লেখার সাথে আপনার পরিচয়, ফোন নাম্বার ও ছবি দিবেন। প্রয়োজনে ফোনও করতে পারেন।
01517856010