মুহাম্মদ তাজুল ইসলাম
কতদূর ক্রোশ পাড়ি জমালে আজও মাপি নাই পথ শুধু অচেনা, অজানা পথিক নিশানায় আজন্ম জয়রথ। আটপৌরে গপ্পো সপ্পো নিত্য স্বপ্ন জয়ের, ফেলে দাও শত বাঁধা-বেদনা দুরবর্তী কোন ভয়ের। গলদ বলদ মার্কা ছবি ভুলে ভরা ছোট্ট জীবন। জুলুম জৌলুশ কেন ছাড়োনা; ইশারায় ডাকিছে মরন। ক্ষমতার দাপট দখল বেদখল দু'হাতে কামাই টাকা, ক্ষণিকের তরে ভুলে থাকি শুধু দম ফুরাইলে যে ফাঁকা। নিত্য ফন্দি ফিকিরে বন্দী কেমনে কামাবো কড়ি, বেঁচে রবে ক্ষনিক, যাবে ওপারে; এপারে ফাঁসির দড়ি। হাভাতে গরিবের গৃহে জন্মে লেবাসে ধরিস ভাব ওরে বেআক্কেল মাকাল ফল তবো নীতি শিষ্টাচারের অভাব।
ধনের বড়াই আজও না ছাড়িয়া কুতর্কে কাটিয়ে সময় মানবিক মনে জ্ঞানী হোক হিয়া জীবন করিয়া প্রেমময়। ধনী নির্ধন ছোট কেউ না কর্মই আপন সত্তা মহান মহিমায় মহিমান্বিত হউক হও নিজ বড়ো কোন কর্তা। মাটির টানে মাটির গন্ধে জড়োসড়ো বছর, পার হয় চিন্তা বাড়ে; বুড়ো আঙুল আরও বুড়ো হয় ছুটেছি কেবল অনন্ত, অসীমের সন্ধানে। কবি ও লেখকঃ মুহাম্মদ তাজুল ইসলাম, কলামিস্ট, কবি ও আইন বিশ্লেষক।