“এসো হাতে হাত মিলাই, অসহায়দেও পাশে দাড়াই” এ শ্লোগান নিয়ে মহান বিজয় দিবস উপলক্ষে বরিশালের গৌরনদীতে আলোকিত পরিবার ফাউন্ডেশন (SSC ব্যাচ 2013) এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র শীতার্থদের মাঝে কম্বল ও সুধিজনদের সম্মাননা স্বারক প্রদান করা হয়েছে।
উপজেলার ধানডোবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার সকালে ফাউন্ডেশনের সভাপতি এসএম রাসেদ আলমের সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস। বিশেষ অতিথি ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আঃ ছালাম সেরনিয়াবাত, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্টাতা সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক হাসান, চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কাজী আসাদুজ্জামান, মোক্তার ফুড প্রোডাক্টস এর সত্ত্বাধিকারী বিশিষ্ট সমাজ সেবক মোক্তার হোসেন সিকদার, ধানডোবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক সালেহা আক্তার, কাজী মোকলেছুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচএম জাকির হোসেন, ইউপি সদস্য শহিদুল ইসলাম সিকদার, এবং সমাজ সেবক রমজান আলী। শেষে ১৫০ জন অসহায় ও হতদরিদ্রকে কম্বল ও বিশেষ অবদান রাখায় কাজী আসাদুজ্জামান, এইচ এম মানিক হাসান, বন্ধুত্বের বন্ধন ব্লাড ডোনার্স ক্লাব, গৌরনদী ব্লাড ডোনার্স ক্লাব, বন্ধু মহল ব্লাড ডোনার্স ক্লাব, ইউনিটি ব্লাড ডোনার্স ক্লাব, টরকি সেচ্ছাসেবী সংগঠন এবং মরিয়ম আক্তার কে মানবতার সেবায় বিশেষ ভূমিকা রাখায়, আলোকিত পরিবার ফাউন্ডেশন (SSC ব্যাচ 2013) এর পক্ষ থেকে সম্মাননা স্বারক প্রদান করা হয়।