করোনাভাইরাসের ফলে সৃষ্ট পরিস্থিতির কারণে সাধারণ ছুটির সঙ্গে মিল রেখে বাড়ানো হয়েছে আদালতের ছুটিও। সুপ্রিম কোর্টের উভয় বিভাগের এবং দেশের অধস্তন আদালতে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত ছুটি থাকবে।
শনিবার এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার সাইফুর রহমান ঢাকা টাইমসকে এই তথ্য নিশ্চিত করেন।
করোনাভাইরাসের কারণে সাধারণ ছুটির সঙ্গে মিল রেখে তিন ধাপে বাড়ানো হলো ছুটির মেয়াদ।
গত ২৬ মার্চ সুপ্রিম কোর্টের সাধারণ ছুটি ঘোষণা করা হয় ৫ এপ্রিল পর্যন্ত। এরপর তা বাড়িয়ে করা হয় ১৪ এপ্রিল পর্যন্ত। আজ আবার ২৫ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করা হলো।