একদিকে করোনা করুন থাবায় অনেকের আয় কমেছে অন্য দিকে শীতের প্রকোপে আরো দূর্বিষহ হয়েছে নিম্ন আয়ের মানুষের। এই শীতে শীতের হাত থেকে বাচার জন্য প্রয়োজনীয় পোষাক ও বস্ত্র না থাকায় অনেকে নিউমনিয়াসহ নানা রকমের শারীরীক সমস্যায় পড়েন। শীতের ভয়বহতা শিশু ও বৃদ্ধদের ক্ষেত্রে আরো ভয়াবহতা তৈরী করে। এই মানুষদের পাশে দাড়িয়ে শীতে তাদের একটু স্বস্তি দিতে আইনী পাঠশালা’র উদ্যেগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচী গ্রহণ করা হয়েছে। সাথে মিডিয়া পার্টনার হিসেবে আছে এপিএসনিউজ২৪.কম।
প্রথম ধাপে কুষ্টিয়ার নিম্ন আয়ের মানুষের কাছে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এছাড়াও পরবর্তী কর্মসূচী হিসেবে বিভিন্ন জেলায় নিম্ন আয়ের মানুষের কাছে শীতবস্ত্র বিতরণ করা হবে। এই শীতবস্ত্র পেয়ে সন্তুষ্টি প্রকাশ করছেন শীতে কষ্ট পাওয়া মানুষ।
প্রথম ধাপে কুষ্টিয়ায় শীতবস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন আইনী পাঠশালার উদ্যোক্তা, আইন বিশ্লেষক ও কলামিস্ট জনাব তাজুল ইসলাম, এপিএস ভারপ্রাপ্ত সম্পাদক নূরুন্নবী প্রমূখসহ আরো অনেকে। এই কাজকে সবার সহযোগিতায় প্রসার ঘটানোর আশা ব্যক্ত করেন বিতরকগণ। সবার সহযোগিতায় এই কাজ সবার কাছে পেীছানো সম্ভব। এই কাজে সবার সহযোগিতা কামনা করা হয়।
কেউ সাহায্য করতে চাইলেঃ ০১৫১৭৮৫৬০১০ (নগদ, বিকাশ) সবুজ।