তালহা জাহিদঃ বরিশাল জেলার উজিরপুর পৌরসভার নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে মেয়র পদ প্রার্থী গিয়াস উদ্দিন বেপারি’র পক্ষে ওর্য়াড পর্য়ায় উঠান বৈঠকে জনজোয়ার সৃষ্টি।
১৮ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় ৬নং ওর্য়াডের(সিকদার পাড়া) নৌকার উঠান বৈঠকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বরিশাল ১ ও ২ আসেন সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা এ্যাড. তালুকদার মোঃ ইউনুস। তিনি বলেন, “বঙ্গবন্ধুর আর্দশের সেই মার্কা, সত্তুরের নির্বাচনের যে মার্কা নিয়ে বঙ্গবন্ধু জাতিকে বিজয়ী করেছিলেন, যে মার্কার বিজয়ের ফলে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই মার্কা নৌকা মার্কা। যে মার্কা আজ বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে উন্নয়নের অনন্য স্থানে দাড় করিছে, সেই মার্কা নৌকা মার্কা। আজ আমাদের যিনি নৌকার প্রার্থী গিয়াস উদ্দিন বেপারি তার কথা বলার অপেক্ষা রাখে না কেননা তাকে মনোনয়ন করেছেন আমাদের দক্ষিণ বাংলার রাজনৈতিক অভিভাবক জননেতা আলহাজ্ব আবুল হাসনাত আবদুল্লাহ’সহ সকল আওয়ামী নেত্রীবৃন্দ।
এছাড়াও তিনি আর বলেন, গিয়াস উদ্দিন বেপারি ছোট বেলা থেকেই মানুষের উন্নয়নের সার্থে রাজনীতি করেছে, প্রথমে উজিরপুর ছাত্রলীগ, যুবলীগ, বর্তমানে তিনি সফল ভাবে আওয়ামী লীগের নেতৃত্ব দিচ্ছেন, প্রথম সফল পৌর মেয়র হিসেবে সকলের মন জয় করে আবারও মেয়র হিসাবে নৌকার মনোনয়ন পেয়ে আপনাদের ভালোবাসায় সিক্ত, আগামী ২৮ ডিসেম্বর নির্বাচনে নৌকায় ভোট চেয়ে এবং বিজয় আশা করে তিনি তার বক্তব্য শেষ করেন।”
এসময়ে ৬নং ওর্য়াড আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও উজিরপুর বাজার কমিটির সভাপতি মোঃ সামসুল হক সিকদার’র সভাপতিত্বে নৌকা মার্কার প্রার্থী জনপ্রিয় সফল মেয়র, উজিরপুর উপজেলার আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন বেপারি বলেন, ” আমি বিগত পাঁচ বছরে উজিরপুর পৌরসভার দৃশ্যমান যেসকল উন্নয়ন করেছি আপনারা তা জানেন, আমি সেসকল উন্নয়নের ফিরিস্তি তুলে ধরতে চাই না, আমি শুধু একটি কথা বলতে চাই আগামীতে এই উজিরপুর পৌরসভা হবে একটি মডেল পৌরসভা, আধুনিক পৌরসভা, সন্ত্রাসমুক্ত চাঁদাবাজমুক্ত পৌরসভা, মাদক মুক্ত পৌরসভা, ইভটিজিং মুক্ত পৌরসভা উপহার দিবো ইনশাল্লাহ। তিনি আরো বলেন, বিগত দিনে আমি কোন অন্যায়ের সাথে আপোষ করিনি এবং আগামীতেও কোন অন্যায়ের সাথে আপোষ করবোনা। এই বলে তিনি সকলের দোয়া কামনা করে সকলের কাছে নৌকায় ভোট চান।
সেসময়ে উপস্থিত ছিলেন, উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য, পৌর নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক এস এম জামাল হোসেন, উজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ সিকদার বাচ্চু, উজিরপুর উপজেলার পরিষদের সাবেক স্বনামধন্য উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ সভাপতি মোঃ হাফিজুর রহমান ইকবাল, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ বাদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগের সভাপতি ও বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আবিদ আল হাসান।
সেসময় আরো উপস্থিত ছিলেন, উজিরপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি নূর মোহাম্মদ হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ হাকিম সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অশোক কুমার হালদার, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি পরিমল কুমার বাইন অনু, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা ওর্য়াস পাটির সাধারণ সম্পাদক সীমা রাণী শীল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বরাকোঠা ইউনিয়ন চেয়ারম্যান এ্যাড. শহিদুল ইসলাম মৃধা, শিকারপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ সরোয়ার হোসেন, সাতলাা ইউনিয়ন চেয়ারম্যান খায়রুল বাশার লিটন, বামরাইল ইউনিয়ন চেয়ারম্যান মোঃ ইউসুুফ হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রইসুল ইসলাম রিয়ন, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক উত্তম বিশ্বাস, উপজেলা আওয়ামী শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম শিপন মোল্লা, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক জালিছ মাহমুদ শাওন, ৬নং ওর্য়াডের একক প্রার্থী হিসাবে নির্বাচিত কাউন্সিলর মোঃ হাকিম সিকদার, ৭নং ওর্য়াড একক প্রার্থী হিসাবে নির্বাচিত কাউন্সিলর রিপন মোল্লা, সেসময়ে উঠান বৈঠকের সঞ্চালনায় ছিলেন উপজেলা আওয়ামী যুবলীগের প্রচার সম্পাদক ও ৬নং ওর্য়াডের সাবেক কাউন্সিলর বাবুল সিকদার, উজিরপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আনিছুর রহমান নয়ন ‘সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মী ও সহযোগী সংগঠনের নেত্রীবৃন্দ এবং কর্মী সর্মথকবৃন্দ ভোটারবৃন্দ।