পাবনা জেলার সুজানগর উপজেলাধীন বোয়ালিয়া গ্রামে এডুকেশন এন্ড সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন( ইএসডিএফ) কর্তৃক প্রতিষ্ঠিত ও পরিচালিত দীপশিখা সাধারণ পাঠাগারের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৩:০০ ঘটিকায় বোয়ালিয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সম্মানিত সভাপতি জনাব এস. এম. আব্দুল বারেক ( এফ রহমান) এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আহমেদ ফিরোজ কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাসকীনা সিনথী চ্যারিটি ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব মাহমুদা সবুজ । মূখ্য আলোচক হিসেবে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধোবাখোলা করোনেশন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জনাব আবু বকর সিদ্দিক।
আমন্ত্রিত সম্মানিত অতিথি হিসেবে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইন্সটিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা জনাব ড. মোঃ আতাউর রহমান এবং বিশিষ্ট সমাজসেবক, রাজনীতিবিদ জনাব এ.এফ. এম. মনিরুল ইসলাম তরুন । এছাড়া উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব রওশন আলী মিয়া। উক্ত অনুষ্ঠানে বোয়ালিয়া উচ্চ বিদ্যালয় এবং বোয়ালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকমন্ডলী, প্রাক্তন ছাত্র – ছাত্রীবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিতি ছিলেন।
আলোচকবৃন্দ তাদের বক্তব্যে বলেন,ঘুণেধরা এই সমাজকে আলোর পথে ফিরিয়ে আনতে পাঠাগারের বিকল্প নেই।বর্তমান তরুণ সমাজ যখন ইন্টারনেট ভিত্তিক বিভিন্ন গেমসে আসক্ত, ঠিক সেই সময় এই পাঠাগার তরুণ সমাজকে সঠিক পথে ফিরিয়ে আনতে সাহায্য করবে। বক্তারা আরো বলেন মানুষের চিন্তার বিকাশ ঘটানো, স্বশিক্ষিত করে নিজেকে গড়ে তোলার জন্য পাঠাগারের গুরুত্ব অপরিসীম। পাঠাগার সুষ্ঠ সমাজ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করবে বলে বক্তারা আসাবাদ ব্যক্ত করেন।
এসময় স্বাগত বক্তব্য প্রদানকালে ইএসডিএফ এর সভাপতি জনাব মোখলেসুর রহমান বলেন, ২০১৯ সালে সামাজিক সংগঠন এডুকেশন এন্ড সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন সামাজিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে, এরই ধারাবাহিকতায় আমাদের সংগঠনের অন্যতম লক্ষ ছিলো গ্রামে একটি পাঠাগার স্থাপন করা। এলাকাবাসীর আর্থিক সহায়তায় এবং ইএসডিএফ এর এক ঝাঁক তরুনের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা পাঠাগারটি দৃশ্যমান করেছি। এলাকাবাসীর প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা নিয়মিত বই পড়ার মাধ্যমে পাঠাগারের কার্যক্রম অব্যাহত রাখবেন।
উল্লেখ্য, বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের নিয়ে গঠিত বোয়ালিয়া উচ্চ বিদ্যালয় ছাত্রকল্যাণ ফাউন্ডেশন এবং দীপশিখা সাধারণ পাঠাগারের যৌথভাবে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।