পটুয়াখালীঃ মাননীয় প্রধানমন্ত্রী ও আ.লীগ সভাপতি শেখ হাসিনা বরাবর আবেদিত সংগঠন বাংলাদেশ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি লীগ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজিব ওয়াজেদ জয় সাহেবকে পৃষ্টোপোষক করে বাংলাদেশ আওয়ামিলীগ এর উন্নয়ন কর্মসূচী, নির্বাচনী প্রচারনার অঙ্গিকারে মুজিব আদর্শে মুক্তিযুদ্ধের চেতনায় তরুনরা মিলে গড়বে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ প্রত্যয়ে ৬৪ জেলায় উন্নয়ন, কর্মসূচি ও নির্বাচনী প্রচারনায় প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি রুমান মাহমুদ, সাধারণ সম্পাদক সাংবাদিক মৃধা বেলাল,সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও যুগ্ন সাধারন সম্পাদক শরিফুল ইসলাম,সহ সভাপতি সোহেল রানা,মোতাহার আহমেদ, যুগ্ন সাধারন সম্পাদক- নজরুল ইসলাম, মোমেনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পারভেজ রানা,মহিদুজ্জামান,নয়ন আহম্মেদ সেলিম,রুবেল হোসেন,ওয়াসিউল ইসলাম অনিক,জাহাঙ্গির আলম, আবু আহমেদ রিপন, অলিউল্লাহ, প্রেস সম্পাদক শাহারুল ইসলাম, উপ প্রচার সম্পাদক সজিব, রুহুল আমিন, মোকছেদ আলী, মাহমুদুল রিজন, বাবু তালুকদার, মাসুদ রানা, রকি,মামুন, হাসিনুর,লিমন,নয়ন, লিখন, রিয়াদুল, এড. বিকাশ, হিমেল, মনসুর, মোস্তাফিজুর,সজিব,মাহবুব,রবিন, সাংবাদিক আনিসুর রানা, জেরিন,সাংবাদিক সাইদুল ইসলাম সনি,তায়েব রহমান,রিজাউল,রাকিবুল সহ প্রমুখ নেতৃবৃন্দ কাজ করে চলেছেন।
আওয়ামী লীগ ও সহয়োগি সংগঠনের সহিত সৌজন্য সাক্ষাৎ ও সুসম্পর্ক বজায় সহ সরকারের পক্ষে মাঠ পর্যায়ে ও অনলাইনে প্রচারনায় কাজ করে চলেছে সংগঠনটি।
শুভেচ্ছা জানিয়েছেন উপদেষ্টা আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সদস্য জাহিদ সরকার,
সংগঠনের উপদেষ্টা হিসাবে আরো রয়েছেন মাননীয় মরহুম ৩৬ বগুড়া ১ এমপি আব্দুল মান্নান ও তাহার সহধর্মিণী ৩৬ বগুড়া ১ বর্তমান মাননীয় সংসদ সদস্য শাহাদারা মান্নান শিল্পী (এমপি), সুপ্রিম কোর্টের এডভোকেট উপজেলা চেয়ারম্যান মিনহাদুজ্জামান লিটন, বগুড়া জেলা যুবলীগ সভাপতি লিটন পোদ্দার সহ আরো অনেকে। মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ কেন্দ্রীয় সভাপতি শেখ হাসিনা ও মাননীয় সড়কপরিবহন সেতুমন্ত্রী বাংলাদেশ আওয়ামিলীগ এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের (এমপি) বরাবর সংগঠনের দলীয় গঠনতন্ত্রে নতুন সংগঠন হিসাবে মর্যাদার জন্য আবেদিত রয়েছে।চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত অথবা নোটারী পাবলিক ঘোষিত রেজিস্ট্রেশন সিরিয়াল নং ৫৯৩। সংগঠনের যাচাই বাছায় চলমান ৬৪ জেলা সহ সকল উপজেলা এবং কেন্দ্রীয় কমিটির সকলে আশাবাদী ২০২১ সালেই আওয়ামী লীগের দলীয় গঠনতন্ত্রে নতুন সংগঠন হিসাবে স্হান করে নেবে উন্নয়ন, কর্মসূচি ও নির্বাচনী প্রচারনায় বাংলাদেশ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি লীগ BICTL. (www.ictlbd. org)
বিঃদ্রঃ সংগঠন বা কেন্দ্রীয় নেতৃবৃন্দের নামে বেশ কিছু দিন হলো অপপ্রচার ও লেখালেখি বা কেন্দ্রীয় নেতা বলে অবৈধ প্যাডে বিভিন্ন অপপ্রচার মুলক হিংস্রতা চালাচ্ছে কিছু বহিস্কৃত ও দুঃষ্কৃত ব্যক্তি। সকলকে বিষয়টির জন্য অবগত ও সাবধান করা হয় কেন্দ্রীয় ও ৬৪ জেলা কমিটির জোরালো নির্দেশ মতে।(বিঃদ্রঃ আশরাফ পাটোয়ারী ও কাজি সরোয়ার কে দলীয় শৃঙ্খলা ভঙ্গ,আ.লীগ বিরোধী কার্যকলাপ,হুমকি,ষড়যন্ত্র, অপপ্রচার,ভূয়া সভাপতি সাঃসম্পাদক পরিচয় সহ বিভিন্ন অপকর্মের সত্যতা পাওয়ায় স্হায়ী বহিষ্কার করা হয়েছে। গঠনতন্ত্র,কোর্ট ঘোষনা ও জিডি কপি ফলো করা হয়েছে।)