নিজস্ব প্রতিবেদক:
কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের
নির্মাণাধীন ভাস্কর্য ভাঙার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ছাত্রলীগ।
রবিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় কুষ্টিয়ায় নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে কুমারখালী রেলগেইট এলাকায় বঙ্গবন্ধুর মুর্যাল চত্ত্বরে বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা ছাত্রলীগ।
কুমারখালী উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মান্নান খান।
এছাড়াও এ বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক বাবু নব কুমার দত্ত, পৌর আওয়ামী লীগের সভাপতি রাজ্জাক খান, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আশাদুর রহমান আশা, নন্দলালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নওশের আলী বিশ্বাস, জগন্নাথপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফারুক খান, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ও পৌর আওয়ামী লীগের সদস্য জাকারিয়া খান জেমস, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মাসুদ পারভেজ, উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মিজানুর রহমান জুয়েল, উপজেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ওয়াসিম আকরামসহ প্রমুখ।
এ বিক্ষোভ সমাবেশ পরিচালনা করেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জীবন হাসান সোহেল।
এই বিক্ষোভ সমাবেশে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।