ইবি প্রতিনিধি-
স্বাস্থ্যবিধি মেনে মানউন্নয়ন পরীক্ষা গ্রহণের অনুমতি দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্তৃপক্ষ। তবে পরীক্ষার্থী ১০ জনের বেশি হলে পরীক্ষা গ্রহণ করতে পারবেনা সংশ্লিষ্ট বিভাগগুলো।
বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) আবুল কালাম আজাদ লাভলু এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, করোনার কারণে অনেক বিভাগেরই রিটেক/মানউন্নয়ন পরীক্ষা গ্রহণ সম্ভব হয়নি। সেসব বিভাগের শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে এবং বিভাগীয় অ্যাকাডেমিক কমিটির সুপারিশের ভিত্তিতে পরীক্ষা গ্রহণের জন্য অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ।
তিনি আরো জানান, স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হবে। কোন কোর্সে পরীক্ষার্থী সংখ্যা ১০ জনের বেশী হলে পরীক্ষা গ্রহণ করতে পারবেনা সংশ্লিষ্ট বিভাগ। পরীক্ষার্থীদের ক্যাম্পাসে কোন ধরনের আবাসিক সুবিধা প্রদান করা হবে না।