ইবি প্রতিনিধি-
করোনা পরিস্থিতিতে সীমিত আকারে চলছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অফিসমূহ। তবে পূর্ব নির্ধারিত সময় থেকে এক ঘন্টা বৃদ্ধি করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বেলা ১১ টার পরিবর্তে সকাল ১০ টা থেকে অফিসসমূহ কার্যক্রম শুরু হবে বলে জানা গেছে।
আগামীকাল সোমবার থেকে এ সময়সূচি কার্যকর করা হবে। রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিভিন্ন অফিসের সময়সূচি দিন দিন স্বাভাবিক হচ্ছে। অন্যান্য বিশ্ববিদ্যালয়ও তাদের সময়সূচি বাড়িয়েছে। ভৌগলিক কারণে আমরা অফিস সময় ১১ টায় শুরুর পরিবর্তে সকাল ১০ টা থেকে দুপুর ২টা করলাম। এর আগে অফিস সময় বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত নির্ধারিত ছিল।
এদিকে করোনা সংক্রমণ রোধে সরকারি সাধারণ ছুটির মেয়াদ বৃদ্ধির প্রেক্ষিতে আগামী ১৪ নভেম্বর পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছুটি বাড়িয়েছে প্রশাসন। তবে এসময় ভার্চুয়াল শিক্ষা কার্যক্রম চলবে। এছাড়া ক্লাস, পরীক্ষা এবং আবাসিক হলসমূহ পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে।
উল্লেখ্য, আগামীকাল থেকে কুষ্টিয়া-ঝিনাইদহ থেকে সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয়ের বাসসমূহ ছেড়ে আসবে। দুপুর ২ টা ৫ মিনিটে ক্যাম্পাস থেকে ছেড়ে যাবে।