তালহা জাহিদঃ বিগত বছরের তুলনায় এবছর ভয়াবহ করোনা মহামারির কারনে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা মন্ডবের চিত্র বেশ ভিন্ন।
বরিশাল জেলার উজিরপুর উপজেলার বেশ কয়েকটা ইউনিয়ন সনাতনধর্ম অবলম্বী প্রায় আশি শতাংশের বেশি যেমন হারতা, জল্লা । প্রতি বছর এঅঞ্চলের ঢাক ঢোলের শব্দ’সহ নানাবিধ অনুষ্ঠানে মেতে থাকে সারাক্ষণ। কিন্তু এবছর সরকারি নির্দেশনা অনুযায়ী সবাই পূজা উৎযাপন করছে।
এব্যপারে হারতা কেন্দ্রীয় মন্দিরে সরেজমিনে গেলে হারতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবু সুনীল কুমার বিশ্বাস’এর সাথে কথা হয়, তিনি বলেন “দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসবই নয়, এটি আজ সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। তাই যাতে সকলের ভালো হয় আমরা সে ভাবেই মায়ের পূজা পালন করছি”।
ওটরা ইউনিয়নে পশ্চিম কেশবকাঠী সার্বজনীন কেন্দ্রীয় কালি ও দুর্গা মন্দিরে সরেজমিনে গেলে কথা স্থানীয়দের সাথে, তারা জানান অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের আরাধনা শারদীয় দুর্গোৎসবের প্রধান বৈশিষ্ট্য।
জল্লা ইউনিয়নে কারফা বাজার কেন্দ্রীয় দুর্গা মন্দিরে সরেজমিনে গেলে প্রয়াত চেয়ারম্যান বিশ্বজিৎ হালদার নান্টু’র ভাইয়ের ছেলে যুবলীগ নেতা অলক হালদার বলেন, ধর্ম যার যার, উৎসব সবার এ মন্ত্রে উজ্জীবিত হয়ে করোনার এই মহামারীর দুঃসময়ে সকল আঁধার কাটিয়ে আমরা সবাই একসঙ্গে উৎসব পালন করছি”।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউল আহসান বলেন ,”মহামারী করোনা মোকাবেলা ও নিজে এবং পরিবারের সকলের সুরক্ষায় স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান।সকলে পরিবার পরিজন নিয়ে সুস্থ থাকুন। নিরাপদ থাকুন। সকলকে শারদীয় শুভেচ্ছা”।