সোহাগ মাহমুদ খান: এবছরে কুষ্টিয়া জেলায় ২৩২টি মন্ডপে শারদীয়া দূগাপূজা উদযাপিত হবে ।হিন্দু ধর্মবলম্বীদের সর্ববৃহৎ ধমীয় উৎসব শারদীয়া দূগাপূজা উপলক্ষে কুষ্টিয়া জেলায় পূজা মন্ডপ গুলোতে ইতি মধ্যে রঙতুলি কাজ শেষ হয়েছে। হিন্দু ধর্মবলীদের মধ্যে শারদীয় উৎসবের আগমনী বাতার্ বয়তে শুরু করেছে। কুষ্টিয়াজেলা ২৩২টি মন্দির ও মন্ডপে দূগাপূজা অনুষ্ঠিত হবে ।২৩২টি মন্দির মন্ডপে প্রতিমা তৈরির কাজ সমাপ্ত হয়েছে। এর মধ্যে দোলতপুর উপজেলা ১২টি মন্ডপে, ভেরামারা উপজেলা ৯টি মন্ডপে মিপুর উপজেলায় ২৪টি মন্ডপে, খোকসা উপজেলায় ৫৮টি মন্ডপে, কুমারখালী উপজেলায় ৫৫টি মন্ডপে ও কুষ্টিয়া সদর উপজেলায় ৭৪ টি মন্ডপে প্রতিমা তৈরি করা হয়েছে।
আজ ২১শে অক্টোবর প্রতিমার বধন/আসন গ্রহণ, আগামী ২২ শে অক্টোবর মহা ষষ্টী, আগামী ২৩ শে অক্টোবর মহা সপ্তমী,আগামী ২৪ শে অক্টোবর মহা অষ্টমী, ২৫ শে অক্টোবর মহা নবমী, ২৬শে অক্টোবর শুভ বিজয়ের দশমী ও প্রতিমা বিশজন মাধ্যমে পূজা সমাপ্ত ঘটবে।
উল্লেখ্য শারদীয়া দূর্গা পূজা উপলক্ষে সরকারী ভাবে প্রতি মন্ডপে ৫শ কেজি চাউল বরাদবধ করা হয়েছে। হিন্দু ধর্মবলী পন্ডিতরা জানা যায় মা দেবী দূর্গা প্রতিমা স্বর্গে কৌশল পর্বত হতে দেবী দূর্গা দোলায় চরে মর্তে আগমন এবং শুভ বিজয়ী দশমী বিশর্জন মাধ্যমে ভক্তদের কাদিয়ে গজে (হাতি) করে কৌসল পর্বতে গমন করবে।