নিজস্ব সংবাদদাতা: ১৮ অক্টোবর দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আজ বুধবার সকাল ১০ টায় আইনজীবী সনদ অধিকার আন্দোলন ইসলামী বিশ্ববিদ্যাল শাখা কর্তৃক সংগৃহিত গণস্বাক্ষর সম্বলিত স্মারকলিপি ডাকযোগে বাংলাদেশ বার কাউন্সিল সমীপে প্রেরণ করা হয়েছে । আইনজীবী সনদ অধিকার আন্দোলন ইবি শাখার সংগঠক ও আইন বিভাগের শিক্ষার্থী নূরুন্নবী সবুজের নেতৃত্বে দাবি দিবসের কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক সুজন বিপ্লব।
এছাড়াও আইনজীবী সনদ অধিকার আন্দোলন কেন্দ্রীয় সদস্য রাশিব রহমান, সাংস্কৃতিক সংগঠক গৌতম শুভ প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুরুপ কর্মসূচি বেলা ১২ টায় আইনজীবী সনদ অধিকার আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে পালিত হয়েছে। কর্মসূচিতে সংহতি জানিয়ে সিপিবি কুষ্টিয়া জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক ম. হেলাল, বাসদ জেলা আহ্বায়ক শফিউর রহমান শফিসহ আয়োজক সংগঠনের কুষ্টিয়া জেলার শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
উভয় কর্মসূচিতে বক্তারা, প্রচলিত ৩ ধাপের আইনজীবী অন্তর্ভূক্তিকরণ পরীক্ষা পদ্ধতি ১০-১২ বছর বা আরো বেশী সময় ধরে সম্পন্ন হওয়ায় গভীর উদ্বেগ ও বিক্ষোভ প্রকাশ করেন। অবিলম্বে হয়রানিমূলক পরীক্ষা পদ্ধতি বাতিল করে প্রশিক্ষণ ও অ্যাসাইনমেন্ট প্রদান সাপেক্ষে আইনজীবী সনদ প্রদানের ন্যায্য অধিকার আইন বিষয়ে স্নাতক (এলএলবি) ডিগ্রী ধারীদের আইনজীবী অন্তর্ভূক্তকরণের জোর দাবি জানান সংগঠনের নেতৃবৃন্দসহ সুধিজন।