তালহা জাহিদঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়ন উপ নির্বাচনে ১ ও ২ নং ওর্য়াডে গতকাল ১৩ অক্টোবর মঙ্গলবার নৌকার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রবিন আ’লীগ নেতা আবুল কাসেম হাওলাদার এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি আবিদ আল হাসান। তিনি তার বক্তব্যে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরেন। পাশাপাশি নৌকা প্রতীকে চেয়ারম্যান পদপ্রার্থী খায়রুল বাশার লিটন’কে উদ্দেশ্য করে বলেন, গরিব মানুষের জন্য যেন আপনার দরজা সব সময় খোলা থাকে, তাহলেই আমরা ভবিষ্যতেও এই জনসাধারণের কাছে আপনার জন্য ভোট চাইতে পরবো।
নৌকা প্রতীকে চেয়ারম্যান পদপ্রার্থী খায়রুল বাশার লিটন তার বক্তব্যকালে বলেন, ” যারা মাদক সেবন করেন তাদের উদ্দেশ্য বলবো ওজু করে তওবা করে ফেলেন, সবার দোয়া ও ভালোবাসায় যদি চেয়ারম্যান হতে পারি তবে এলাকায় মাদক সেবন ও বিক্রির বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা এবং যারা বিভিন্নভাবে শালিস মিমাংসা’ নাম দিয়ে চাঁদাবাজি বন্ধ করতে যা যা করা দরকার তাই করবো।
সেসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইদ্রিস সরদার, নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক পরিমল কুমার বাইন তনু, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অশোক হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সবেক সদস্য শাহীন হাওলাদার, যুগ্ম আহবায়ক ও ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন বালী, উজিরপুর ওর্য়াকাস পাটির সভাপতি ফয়জুল হক বালী ফারাহীন, প্রয়াত চেয়ারম্যান মরহুম আঃ খালেক আজাদ এর পুত্র মশিউর রহমান, ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আসাদ হাওলাদার, সেচ্ছাসেবক লীগ সভাপতি মিজানুর রহমান সবুজ, সাধারণ সম্পাদক রুহুল আমিন সরদার, ২নং ওর্য়াড আ’লীগের সভাপতি ফারুক মোল্লা, ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি রুহুল আমিন বালী, ইউপি সদস্য এনামুল, ইউনিয়ন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক সিরাজ হাওলাদার, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি শহিদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি কামাল মিয়া, ছাত্রলীগ সহ সভাপতি মিজান বালী, উপজেলা ছাত্রলীগের ১নং সদস্য এবাদুল মিয়া, বাপ্পি বালী, আশরাফুল ইসলাম বালী’ সহ প্রমূখ।