আইনজীবী অন্তর্ভুক্তিকরণ পদ্ধতি সংস্কারের দাবিতে ‘আইনজীবী সনদ অধিকার আন্দোলন’ ঝিনাইদহ জেলার সংগঠক মশিয়ার রহমানের সভাপতিত্বে কর্মসূচি উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় সমন্বয়ক সুজন বিপ্লব। ঝিনাইদহ জেলা বার ভবনের ৩য় তলায় অনুষ্ঠানটির প্রাথমিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানটিতে মশিউর রহমান ও সুজন বিপ্লব ছাড়াও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, জয় কুন্ডু, বোরহান উদ্দিন লিটু, তাসলিমা লাকি, ডলি পারভীন, সোহেলী আক্তার,খন্দকার এনায়েত উল্লাহ, জিয়াউল আলমাস,পাপিয়া সুলতানা, নাসির উদ্দিন প্রমুখ।
আইনজীবী অন্তর্ভুক্তিকরণ পদ্ধতি সংস্কারের দাবীতে দেশব্যাপী কর্মসুচীর অংশ হিসেবে দাবি মাস শেষে ১৮ অক্টোবর দাবি দিবসে ঝিনাইদহ জেলা শাখা কর্তৃক বাংলাদেশ বার কাউন্সিল বরাবর গনস্বাক্ষর সম্বলিত স্মারকলিপি প্রদানের মাধ্যমে গন আন্দোলন বেগবান করার জন্য সবাই কে আহ্বান জানান বক্তারা।
সংগঠনের কেন্দ্রীয় সমন্বয়ক সুজন বিপ্লব বলেন,বেকারত্বের তালিকায় বিশ্বে শীর্ষ অবস্থান থাকা আমাদের দেশে এই অন্যায্য, সময়সাপেক্ষ, জটিল ও হয়রানিমুলক প্রচলিত আইনজীবী অন্তর্ভুক্তিকরনের নামে তিন ধাপের ছাটাই প্রক্রিয়াজাত পরিক্ষা বাতিলের বিকল্প নেই।
আপনিও লিখতে পারেন আমাদের ক্যাম্পাস, শিক্ষা পরিবার, সাহিত্য ও মতামত পাতায় ।আাপনার লেখার মাধ্যমে দেশ ও জাতি সমৃদ্ধ হোক।
আপনার লেখা পাঠাতে আমাদের ইমেল করুন editor@apsnews24.com এই ঠিকানায়।
লেখার সাথে আপনার পরিচয়, ফোন নাম্বার ও ছবি দিবেন। প্রয়োজনে ফোনও করতে পারেন।