পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মুজিব বর্ষ উপলক্ষে আগামী ৩ মাস (আষাঢ়, শ্রাবণ ও ভাদ্র) সময়ের মধ্যে কমপক্ষে ৩টি গাছ যার মধ্যে ফলজ, বনজ ও ভেষজ প্রজাতির গাছ লাগানোর কথা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।
আর তাই ‘মুজিবর্ষের আহবান, ৩ টি করে গাছ লাগান’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালী জেলার বিভিন্ন স্থানে ৫০০ টির ও বেশি চারা গাছ বিতরন করেন এই ছাএ নেতা।
আপনিও লিখতে পারেন আমাদের ক্যাম্পাস, শিক্ষা পরিবার,সাহিত্য ও মতামত পাতায় ।
আাপনার লেখার মাধ্যমে দেশ ও জাতি সমৃদ্ধ হোক।
আপনার লেখা পাঠাতে আমাদের ইমেল করুন editor@apsnews24.com এই ঠিকানায়।
লেখার সাথে আপনার পরিচয়, ফোন নাম্বার ও ছবি দিবেন। প্রয়োজনে ফোনও করতে পারেন।
এ বিষয়ে এপিএস নিউজে মো: সিদ্দীকুর রহমান সুমন বলেন, “মুজিব বর্ষের আহবান,৩ টি করে গাছ লাগান” এই শ্লোগানকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুপ্রেরণায় বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশনায় সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত হচ্ছে।বাংলাদেশের নাগরিক হিসেবে পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের প্রত্যকের বেশি বেশি করে গাছ লাগানো উচিত।
তিনি আরও বলেন, বাংলাদেশ ছাত্রলীগ এই বৃক্ষরোপণ কর্মসূচি ধারা অব্যাহত রেখে মুজিব শতবর্ষে বৃক্ষরোপণ কর্মসূচীকে সফল ও সার্থক করতেই আমাদের এই উদ্দ্যোগ।
ধারাবাহিকভাবে আমাদের এই কর্মসূচী অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।