বর্তমানে তিনধাপ আইনজীবী অন্তর্ভুক্তিকরণ প্রক্রিয়া অত্যন্ত জটিল, সময়সাপেক্ষ ও হয়রানিমূলক। এই অন্যায্য প্রক্রিয়ায় আইন বিষয়ে কৃতকার্য শিক্ষার্থীদের আইন পেশায় প্রবেশাধিকার খুবই সীমিত করার ব্যবস্থা তৈরি করা হচ্ছে। এমতাবস্থায় দেশব্যাপী আইনজীবী অন্তর্ভুক্তিকরণ পদ্ধতি সংস্কারের দাবীতে কার্যকর গণআন্দোলন গড়ে তোলার লক্ষ্যে চুয়াডাঙ্গা উদীচী সভাকক্ষে জেলার শিক্ষানবীশ ও সুধীবৃদের এক মতনিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
‘আইনজীবী সনদ অধিকার আন্দোলন’-এর চুয়াডাঙ্গা জেলা শাখার সংগঠক শাহেদ জামালের সভাপতিত্বে সভায় অংশগ্রহণ করেন মো. খলিলুর রহমান, ইরিনা ইয়াসমিন, মো. তুর্যউর রহমান, আব্দুল মোমিন টিপু, কাজল মাহমুদ, হাবিবি জহির রায়হান, আব্দুস সালাম, এজাজ হাসান, মামুন আল মাসুদ প্রমুখ।
সভায় আইনজীবী অন্তর্ভুক্তিকরণ পদ্ধতি সংস্কারের দাবীতে কার্যকর গণআন্দোলন করার লক্ষ্যে চুয়াডাঙ্গা জেলার শিক্ষানবীশ আইনজীবী ও আইন বিষয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে ‘আইনজীবী সনদ অধিকার আন্দোলন’-এর একটি আহ্বায়ক কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়।