ইবি প্রতিনিধি-
মহান শিক্ষা দিবস ২০২০ উদযাপন উপলক্ষে বাংলাদেশ ছাত্র মৈত্রী ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার আয়োজিত ‘বই পাঠ ও সেরা লেখক প্রতিযোগিতা’র ফলাফল প্রকাশিত হয়েছে। গত রাতে ৬২’ শিক্ষা আন্দোলন ও বর্তমান শিক্ষা ব্যবস্থা শীর্ষক অনলাইন আলোচনা সভায় ফলাফল প্রকাশ করেন অধ্যাপক ড. সুশান্ত কুমার দাস।
শুক্রবার ইবি ছাত্র মৈত্রীর শিক্ষা দিবস উদযাপন কমিটির আহবায়ক ও শাখা সভাপতি আব্দুর রউফ সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বই পাঠ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন দিনাজপুর সরকারি কলেজের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন, দ্বিতীয় স্থান অধিকার করেন দেবিদ্বার, কুমিল্লা থেকে আসাদুল করিম, তৃতীয় স্থান অধিকার করেন রাজশাহী কলেজ শিক্ষার্থী নুসরাত জাহান বৃষ্টি, চতুর্থ স্থান অধিকার করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু বকর সিদ্দিক এবং পঞ্চম স্থান অধিকার করেন একই বিশ্ববিদ্যালয় থেকে আফিয়া আফসিন।
সেরা লেখক প্রতিযােগিতায় প্রথম স্থান অধিকার করেন রংপুরের কারমাইকেল কলেজ শিক্ষার্থী শ্রী কমল চন্দন বর্মন, দ্বিতীয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহিল কাফী, তৃতীয় চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী ফিরােজ আল কবীর, চতুর্থ ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাফিসা লুবনা এবং নীলফামারী সরকারি কলেজের শিক্ষার্থী বংশী নাথ রায় পঞ্চম স্থান অধিকার করেন।
উভয় প্রতিযােগিতার ১ম, ২য়, ৩য়, ৪র্থ ও ৫ম স্থান অধিকারীকে যথাক্রমে ১০০০, ৮০০, ৭০০, ৫০০, ৪০০ টাকার সমমূল্যের বই প্রদত্ত ঠিকানায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন আয়োজকেরা।
উল্লেখ্য, প্রতিযোগিতায় গত ১৩ সেপ্টেম্বর নিবন্ধন সম্পন্ন করেন শিক্ষার্থীরা। পরে গত ১৫ সেপ্টেম্বর নির্দিষ্ট সিলেবাসে বই পাঠ প্রতিযোগিতায় এমসিকিউ পদ্ধতিতে সারাদেশে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এছাড়া সেরা লেখক প্রতিযোগিতায় বাংলাদেশের বর্তমান শিক্ষা ব্যবস্থার সমস্যা ও সংস্কারের লক্ষ্যে পছন্দসই শিরোনামে গত ১০ সেপ্টেম্বরের মধ্যে লেখা পাঠায় শিক্ষার্থীরা।