আইন বিষয়ে পড়াশুনার পর সনদ প্রাপ্তি সরকারী চাকুরী পাওয়ার চেয়েও কঠিন হয়েছে। বেতনহীন কোন পেশায় তিন ধাপের কঠিন পরীক্ষার পর নিজের যোগত্যার প্রমাণ করতে হয় যদিও বছরে ২ বার পরীক্ষা নেবার কথা সেখানে ৩ বছরে মাত্র একবার পরীক্ষা হয়। আইনজীবী সনদ অধিকার আন্দোলন এই সমস্যা সমাধানে সাম্প্রতিক সময়ে তাদের কাজ শুরু করেছে ও আজ বিকাল ৪ টায় শহীদ জিয়াউর রহমান আইন কলেজে তাদের সভা অনুষ্ঠিত হয়।
মীর মো: বোরহান উদ্দিন লিটু এর সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন আইনজীবী সনদ অধিকার আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সম্বনয়ক সুজন বিপ্লব। এছাড়াও উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা যুব ইউনিয়নের সভাপতি ও কেন্দ্রীয় সদস্য আবু তোয়াব অপু, আইনজীবী দেব দুলাল দেবনাথ (ঢাকা জজ কোর্ট) মীর আকরাম হোসেন, মো: নাসির উদ্দিন প্রমূখ।
উক্ত সভায় বক্তারা আইনজীবী সনদ পেতে যে দীর্ঘসূত্রীতা ও হয়রানী তা তুলে ধরেন। পাশাপাশি জটিল, সময়সাপেক্ষ ও হয়রানিমূলক তিন ধাপের পরীক্ষা নামক ছাঁটাই প্রক্রিয়া বাতিল, আইন পেশায় শিক্ষানবিশকাল এক বছর নির্দিষ্টকরণ, শিক্ষানবিশকালে ভাতা প্রদান, প্রশিক্ষণ, কর্মশালা, সেমিনারের অংশগ্রহণ, অ্যাসাইনমেন্ট প্রদান সাপেক্ষে আইনজীবী সনদ প্রদান, স্নাতক পর্যায়ে কাম্য আইনের ছাত্রসংখ্যা নির্ধারণসহ চার দফা দাবির ভিত্তিতে আইনজীবী অন্তর্ভূক্তিকরণ পদ্ধতি সংস্কারের জন্য দাবি মাস ও দাবি দিবস পালনের আহ্বান জানান।
তারা আরো বলেন, “নৈতিক ও যৌক্তিক দাবিতে কর্মসূচী পালনে প্রত্যেক শাখা সহযোগিতা করার জন্য সমাজের সচেতন নাগরিক, অভিভাবক, সুধিজন, শিক্ষনবিশ আইনজীবী ও আইন শিক্ষার্থীগণকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আইনজীবী অন্তর্ভূক্তিকরণ পদ্ধতি সংস্কার করে তারুণ্যের স্বপ্ন বাঁচাতে, আইন শিক্ষা, পেশা ও সেবার মান উন্নত করতে গণআন্দোলন গড়ে তোলার বিকল্প নেই।”