সব
facebook apsnews24.com
কবিতা “পরিবর্তন” - APSNews24.Com

কবিতা “পরিবর্তন”

কবিতা “পরিবর্তন”

মুহাম্মদ তাজুল ইসলাম

দরদীয়া যেন শরতের কাল পাল্টেছে দিবানিশি  
জলবায়ু না আবহাওয়া, পূর্বাভাসে পরিবর্তন অনুভূত বেশি। 
ষড়ঋতুর দেশ, সবুজ শ্যামল, মাটির উপরিভাগ ও স্তর,
কাশফুলের সেই নরম ছোয়া নেই কেন আজি বিস্তর।
পাল্টে যেতে বসেছে কি? পুরো পৃথিবীর জলবায়ুর ইতিহাস;
একি মানুষের হাতের কামাই, নয়তো ভাগ্যের নির্মম পরিহাস।
 হতে পারে এটা, প্রকৃতির বিরূপ, বিমাতা সুলভ আচরন;
করিবার চেষ্টা চলছে, দূষণের প্রভাবে মিছে বলছো কেন অকারণ?
সততার কাঙাল, মিছে বলার জম প্রতারণা অহর্নিশ
করিয়া টলমল বাহিরে ঝলমল দেখে যা ভাবার ভাবিস ।
 ওরে হরিদাস পাল আপনা ভাবিয়া, সময় করিছো হেলা
বৃথাই গেলো, মানুষে মানুষের উপকার আজ, কাটিয়ে কত বেলা।
 নগদ ষাটটি  টাকার মায়া ছাড়িতে নিমরাজি,
কারে বলো তুমি শিখাও নিত্য যন্ত্রণা পাবে রোজ ই।
অর্থের মায়া ছাড়িতে চাহিনা আরো দাও, আরো চাই ;
জীবন মরন সমর শিক্ষা কভু ভুলিয়া না যাই।
এ কেমন খেলা খেলিছো সদা নশ্বর জীবনে হায়,
যমদূত পিছে বহুদূর নয়, ডাকে স্বদেশে আয়! আয়!
 মুসাফির বেশে বিরাজমান মানুষ, শুধু পাহারাদার তুমি
কি করিবো হায়! বেশি যদি পায় অট্টালিকা ও ভূমি।
নয়তো বাদশাহ, রাজা মশাই বেশ করিছো ক্ষমতার বড়াই
অহমিকা নয় ভালোবাসা দিয়ো, করি মানবতারই লড়াই।

লেখক ও কবিঃ মুহাম্মদ তাজুল ইসলাম, বিচারক, বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস।

আপনার মতামত লিখুন :

ভারতের বিখ্যাত গজল শিল্পী পঙ্কজ উদাস এর শেষ নিঃশ্বাস ত্যাগ

ভারতের বিখ্যাত গজল শিল্পী পঙ্কজ উদাস এর শেষ নিঃশ্বাস ত্যাগ

কবিতা ‘তেলবাজি’

কবিতা ‘তেলবাজি’

কবিতা ‘যুদ্ধ মানে’

কবিতা ‘যুদ্ধ মানে’

রক্তে কেনা মাতৃভাষা

রক্তে কেনা মাতৃভাষা

কবিতা ‘হতে হলে’

কবিতা ‘হতে হলে’

কবিতা, ‘তাহলে কেমন হতো’

কবিতা, ‘তাহলে কেমন হতো’

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান
০১৬২৫৪৬১৮৭৬

editor@apsnews24.com, info@apsnews24.com
Developed By Feroj