অনিক আহমেদ: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার হরানন্দপুর গ্রামে সাঁওতাল জনগোষ্ঠীর মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন ‘ডু সামথিং ফাউন্ডেশন’ এবং বুয়েটের প্রকৌশলীদের সামাজিক সংগঠন ‘অংকুর ইন্টারন্যাশনাল’ এর যৌথ উদ্যোগে গতকাল ক্যাম্পের আয়োজন করা হয়।
সোমবার (৭ সেপ্টেম্বর) ডু সামথিং ফাউন্ডেশনের পরিচালক ডা: নাজমুল ইসলাম এসব তথ্য জানান।
তিনি বলেন, ক্যাম্পে ৭ জন এমবিবিএস চিকিৎসক সকাল ১০টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ৩৯৪ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ সামগ্রী বিতরণ করেন। মেডিসিন, গাইনি, সার্জারী, শিশু, চর্মরোগ সহ বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
জানা যায়, সকাল থেকেই রোগীদের পদচারণায় মুখরিত হয়ে উঠে ক্যাম্পের নির্ধারিত স্থান। করোনায় সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে রোগীদের স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। আগত প্রত্যেক রোগীকে আয়োজকদের পক্ষ থেকে দুইটি করে কাপড়ের তিন লেয়ারের মাস্ক প্রদান করা হয়। প্রতিটি রোগীকে ইনফ্রারেড থার্মোমিটার দিয়ে তাপমাত্রা চেক করে ক্যাম্পে ঢুকানো হয় ।
ক্যাম্প উদ্যোগের মূল সুবিধাভোগী স্থানীয় সাওতাল জনগোষ্ঠী দারিদ্র্যতার কারণে এমবিবিএস চিকিৎসকদের সেবা পেতেন না। করোনার আগ থেকে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত রোগীরা নিয়মিত চিকিৎসার অংশ হিসেবে ডাক্তার দেখাতে পারছেন না। ডাক্তারদের চেম্বার বন্ধ থাকায় এমন অসুবিধা হয়েছে। এসব রোগীদের জন্য এমন ক্যাম্পের আয়োজন স্বস্তিদায়ক।
ডু সামথিং ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক জাকির হোসেন মানিক জানান, এটা আমাদের ৪১ তম ক্যাম্প। দেশের দরিদ্র মানুষের জন্য আমরা বিভিন্ন জেলায় প্রায়ই এমন ক্যাম্প করে থাকি। যাবতীয় সহযোগিতার জন্য করেছেন অংকুর, বিকন এবং সংযোগকে ধন্যবাদ জানাচ্ছি।
যোগাযোগ: ০১৭৩৬ ২৮৬৫৬২