নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীতে উৎসবমুখর পরিবেশে যুবদলের পদ প্রত্যাশীদের তথ্য সংগ্রহ ফরম জমা কার্যক্রম সম্পন্ন হয়েছে। রবিবার ফরম জমার দেওয়ার শেষদিন চিনিশপুরস্থ নরসিংদী জেলা বিএনপির কার্যালয়ে উপস্থিত হয়ে জেলার ৩টি ইউনিটের পদ প্রত্যাশীরা তাদের সংগ্রহিত তথ্য সংগ্রহ ফরম জমা দেন। ইউনিট ৩ টি হল, নরসিংদী সদর থানা, নরসিংদী শহর ও মাধবদী থানা।
ইউনিট ৩ টি পদ প্রত্যাশী তাদের কর্মীদের সাথে নিয়ে জেলা বিএনপির কার্যালয়ে উপস্থিত হয়ে নরসিংদী জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি শাহেন শাহ সানু ও সাংগঠনিক সম্পাদক মো: মোকাররম ভূইয়ার হাতে তাদের স্বহস্তে পূরণকৃত তথ্য সংগ্রহ ফরম জমা দেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ সভাপতি মাহমুদ চৌধুরী সুমন, সহ সাংগঠনিক সম্পাদক এডভোকেট রোমেল ও গণ শিক্ষা বিষয়ক সম্পাদক এডভোকেট তাজেরুল রহমান খান প্রমূখ।
ফরম জমার দেওয়ার নির্ধারিত দিন হিসেবে শনিবার ও রবিবার (৫ ও ৬ সেপ্টেম্বর) থাকলেও জমার দেওয়ার উল্লেখিত অধিক সংখ্যক নেতা তাদের ফরম জমা দের। ফরম জমা দেওয়া উপলক্ষ্যে যেন এদিনটি নেতাকর্মীদের মধ্যে উৎসবে পরিনত হয়।নেতাকর্মীদের উৎসাহ উদ্দীপনার যেন কমতি ছিলনা।
নরসিংদী জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক অসুস্থ থাকায় তারার এসময় উপস্থিত হতে পারেনি বলে যুবদলের পক্ষ থেকে জানানো হয়।
নরসিংদী জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো: মোকাররম ভূইয়া জানান সোমবার ৩১ আগস্ট থেকে আনুষ্ঠানিকভাবে নরসিংদী জেলা যুবদল প্রথম দাপে নরসিংদী সদর থানা, মাধবদী থানা ও নরসিংদী পৌরসভা এই তিন ইউনিট কমিটি গঠনে পদ প্রত্যাশীদের মধ্যে তথ্য সংগ্রহ ফরম বিতরণ শুরু করে এবং আজ রবিবার ৬ সেপ্টেম্বর জমা কার্যক্রম সম্পন্ন করা হযেছে। ৩ টি ইউনিটে বিভিন্ন পদের জন্য প্রায় ৪ শতাধিক পদ প্রত্যাশী তথ্য সংগ্রহ ফরম উত্তোলন ও জমা দেন।
নরসিংদী জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি শাহেন শাহ সানু জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)আন্দোলন সংগ্রামকে বেগবান করতে সেই সাথে জাতীয়তাবাদী যুবদলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামীদিনের রাষ্ট্র নায়ক তারেক রহমানের নির্দেশে সারাদেশে যুবদলের থানা লেভেল থেকে একেবারে ওয়ার্ড লেভেল পর্যন্ত নতুন করে কমিটি গঠনের জন্য কাজ শুরু করেছে। সারাদেশের এই কর্মসূচির ধারাবাহিকতায় নরসিংদীতে বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনের দিক নির্দেশনায় বিভিন্ন থানা কমিটি ইউনিয়ন, কমিটি ও ওয়ার্ড কমিটি গঠনে কাজ শুরু করেছে জেলা যুবদল।এর অংশ হিসেবে নরসিংদী জেলা যুবদল প্রথম দাপে ৩টি ইউনিট কমিটি গঠনে পদ প্রত্যাশীদের মধ্যে তথ্য সংগ্রহ ফরম বিতরণ করে আজ রবিবার জমা কার্যক্রম সম্পন্ন করা হয়।