ইবি প্রতিনিধি-
বন্যায় বিপর্যস্ত অর্ধ শতাধিক পরিবারের পাশে দাঁড়িয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বেচ্ছাসেবী সংগঠন বুনন। শনিবার সাতক্ষীরা জেলার শ্যামনগরের গোলাখালী গ্রামে বিভিন্ন ত্রাণসামগ্রী নিয়ে বানভাসিদের পাশে দাঁড়িয়েছে তারা।
ত্রাণসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন বুননের সদস্য ইব্রাহিম খলিল, আর.আই রবি সহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কাজের অভিজ্ঞতা নিয়ে বুননের সদস্য ইব্রাহিম খলিল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা তথা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে বাংলাদেশের প্রতিটাকোন কেই নাগরিক সুবিধার আওতায় আনা দরকার। আশা করি এই অবহেলিত জনপদের দিকে সরকার সুদৃষ্টি দিবে।
ত্রাণসামগ্রী নিতে আসা ছফুরা বিবি বলেন, বাবা তোমরা তো আইসা অনেক ভালা হইলো। এই হানে আমাগে ৮৮ পরিবারের জন্যি কোন সাইক্লোন সেন্টার নেই। তারা দাবি জানিয়েছে একটি সাইক্লোন সেন্টার এবং প্রাইমারি স্কুলের জন্য।
এ বিষয়ে বুননের সাধারণ সম্পাদক সাগর আলী বলেন, প্রতিবারের মতো আমরা আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা নিয়ে বন্যার্ত ও অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। করোনার জন্য এবার বড় পরিসরে করা সম্ভবপর হয়নি। আশা করছি সরকার ও সমাজের বিত্তবান মানুষ এসকল অসহায় মানুষের পাশে দাড়াবেন।
উল্লেখ্য, ‘রং তুলিতে স্বপ্ন বুনি’ স্লোগানে ২০১৬ সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয় শিল্প সংশ্লিষ্ট স্বেচ্ছাসেবী এই সংগঠন ‘বুনন’। প্রতিষ্ঠা লাভের পর থেকেই বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের পাশ্ববর্তী এলাকায় নানা জনকল্যাণমূলক কর্মকান্ড করে আসছে সংগঠনটি।