শনিবার সন্ধ্যা ছয়টায় বাংলাদেশ যুব ইউনিয়ন নেত্রকোনা জেলা কমিটি প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করে। কমরেড আবুল কাইয়ুম আহমেদের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা ছাত্র ইউনিয়নে অন্যতম নেতা আবুবকর সিদ্দিকী নাদিম জেলা যুব ইউনিয়নের সাবেক সহ-সভাপতি কমরেড জেসমিন আক্তার। বর্তমান সহ-সভাপতি জয় কুমার দে পুলক। জেলা কমিউনিস্ট পার্টির সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড মনজুরুল হক তালুকদার ও জেলা পার্টির অন্যতম নেতা কমরেড নলিনী কান্ত সরকার। সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোস্তফা কামাল।
এসময় বক্তারা সমসাময়িক রাজনীতি ও করোনা পরবর্তী সময়ের জাতীয় রাজনীতি ও বিশ্ব রাজনীতির বিভিন্ন বিষয় এবং যুব সমাজের আগামী দিনের বিভিন্ন করণীয় বিষয় নিয়ে আলোচনা করেন।
বাংলাদেশের প্রগতিশীল আন্দোলনের অন্যতম একটি সংগঠন বাংলাদেশ যুব ইউনিয়ন। “সাহসী যৌবনে-সুন্দর আগামী” এই স্লোগানকে ধারণ করে প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি যুব সমাজের বহুমূখী সমস্যা সমাধান ও তাদের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং দেশ ও জাতিকে গড়ে তোলার সম্মিলিত সংগ্রামে যোগ্য ভূমিকা পালন করে যাচ্ছে। সংগঠনটি ১৯৭৬ সালের ২৮ আগষ্ট আত্মপ্রকাশ করে।