রক্তিমার যাত্রা শুরু হয়েছে মাগুরা জেলার শ্রীপুর উপজেলায়। একদল তরুণ সকল স্তরের মানুষের রক্ত সম্পর্কিত সহযোগিতা করার জন্য রক্তিমা নামক সংগঠনের গঠন করেছে। গত ২৮/০৮/২০২০ তারিখে রক্তিমার একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ১২ আগস্ট যাত্রা শুরুর পর থেকেই কার্যক্রম চালু হয়। ইতোমধ্যেই শ্রীপুর উপজেলাবাসীর বিশ্বাস অর্জন করেছে রক্তিমা। কারো রক্ত প্রয়োজন হলে রক্তিমার স্বেচ্ছাসেবকদেরকে জানাচ্ছে এবং রক্তিমার একদল স্বেচ্ছাসেবক অক্লান্ত পরিশ্রম করে তাদের রক্ত জোগাড় করে দিচ্ছে।
রক্তিম আর সাথে যুক্ত একজন রক্তদাতা রাফসান জনি জানিয়েছেন,” রক্তিমাকে ধন্যবাদ জানাই! আজ এই সংগঠনের জন্যই আমরা মানুষের পাশে দাঁড়াতে পারছি। রক্তিমা সম্পর্কে শ্রীপুরের সকল স্তরের মানুষের মধ্যে ইতিবাচক চিন্তাধারা শুরু হয়েছে।
রক্তিমার প্রতিষ্ঠাতা মো: সোহেল রানা বলেন,” আমরা সকল স্তরের মানুষের জন্য কাজ করে যেতে চাই এবং রক্তদানের মহত্ব সকলের মাঝে ছড়িয়ে দিতে চাই এবং সেই লক্ষ্যেই রক্তিমা কাজ করে যাবে”। রক্তিমার কার্যনির্বাহী সদস্য খান শাহারিয়ার খুশবু বলেন, “রক্ত যোগাড় করতে বা রক্ত দেওয়ার সময় অনেক সমস্যার সম্মুখীন হতে হয়।তাই সকলেই আমাদের সাথে সহযোগিতামুলক আচরণ করলে আমরা এগিয়ে যেতে পাড়বো “
রক্তদানের মত মহৎ কাজে সকলেই সাদুবাদ জানিয়েছে এবং কার্যক্রম অব্যাহত রাখবে বলে আশা করছে এলাকাবাসী।