জহিরুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ দেশের যে সকল ওয়ার্ড /থানা , কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের শাখা কমিটি গঠন করা হয়নি সেই সকল কমিটি সেপ্টেম্বরের মধ্যে সম্পূর্ণ করার জন্য বলেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীয় সদস্য এডভোকেট জাহাঙ্গীর কবির নানক ।
১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২৭ আগস্ট) বঙ্গবন্দু এভিনিউয়ে বাংলাদেশ ছাত্রলীগ কর্তৃক আয়োজিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাওতিমন্ডলীয় সদস্যা এডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান সহ আরও অনেকে । ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি মেহেদি হাসানের সভাপতিত্বে আলোচনা সভা সঞ্চালনা করেন সাধারন সম্পাদক জুবায়ের আহমেদ ।
ছাত্রলীগের উদ্দেশ্যে নানক বলেন , ছাত্রলীগকে এমন একটি সংগঠনে পরিনত করতে হবে যার মাধ্যমে সত্যিকারের বঙ্গবন্ধু প্রেমী সৃষ্টি হবে । তারা দেশপ্রেমে উদবুদ্ধ হয়ে বঙ্গুবন্ধুর সোনার বাংলা ও শেখ হাসিনার স্বপ্ন পূরণ করবে ।
তিনি বলেন , কেন বঙ্গবন্ধুকে হত্যা করা হলো এবং কেন হত্যাকারীদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে পারেনি । কেন প্রতিরোধ গড়ে তুলতে পারেনি । সেদিন একটি প্রতিরোধ ডাকের অপেক্ষায় ছিলেন তারা । বাংলার মানুষ কেঁদেছে একটি প্রতিরোধ ডাকের জন্য ।
সভাপতিমন্ডলীর সদস্য আব্দুর রহমান বলেন, ছাত্রলীগ থেকে আগামীর দেশ গড়ার জন্য সোনার ছেলে উৎপাদন করতে হবে । সম্পদ গড়ার লোভ লালসা অতিক্রম করে দেশ গড়ার জন্য ছাত্রলীগ হতে হবে । যারা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলবে ।
সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদন আ ফ ম বাহা উদ্দীন নাসিম , সাংগঠনিক সম্পাদন বি এম মোজাম্মেল হক , দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া , মহানগর দক্ষিণের সভাপতি আবু আহম্মদ মান্নফি , সাধারন সম্পাদক হুমায়ুন কবির , কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় , সাধারন সম্পাদক লেখক ভট্টাচার্য সহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা ।