তালহা জাহিদঃ- চলার পথে উজিরপুর পোষ্ট অফিসের সামনে বাগানের দিকে তাকাতেই চোখ পরে গেলো একটি চমৎকার মিষ্টি চিত্র। সঙ্গে সঙ্গে চিত্রটি ক্যমেরা বন্দি করলাম। মনে পরে গেলো বিখ্যাত কন্ঠ শিল্পি বারীসিদ্দিকির জনপ্রিয়”আমার গায়ে যতো দুঃখ সয়” গানের সেই লাইনটি….বুলবুুলি আর তোতা ময়না কত নামে ডাকি”
বুলবুলি বা বুলবুল (বৈজ্ঞানিক নাম: Pycnonotus cafer) পাইকননোটিডে পরিবারভূক্ত মাঝারি আকারের পাসারাইন গানের পাখি। এই প্রজাতির পাখির আবাস্থল আফ্রিকার অধিকাংশ অঞ্চল, মধ্য প্রাচ্যে, ক্রান্তীয় এশিয়া হতে ইন্দোনেশিয়া পর্যন্ত এবং উত্তরে জাপান পর্যন্ত বিস্তৃত।
বুলবুল শব্দটি ফারসি বা আরবী (بلبل) থেকে উদ্ভূত, অর্থ নাইটিঙ্গেল, কিন্তু ইংরেজিতে বুলবুল বোঝায় পাসেরিন একটি ভিন্ন পরিবারের পাখি। বুলবুলি বাগান, ক্ষেতজমি ও বনেবাদাড়ে বাস করে। এদের প্রধান খাদ্য হচ্ছে ফল, ফুলের নির্যাস ও পোকামাকড়। পুরুষ ও স্ত্রী পাখি দৃশ্যত অভিন্ন। গাছের দোডালা, ঝোপ বা নিচু গাছে মাটির কাছে বাসা বানায়। অধিকাংশেরই বাসন্তী ডাক মধুর। ২-৫ ডিম পাড়ে। উপ্তিকাল ১০-১৫ দিন। সাধারণত স্ত্রী পাখি ডিমে তা দেয়। মা ও বাবা দুজনেই ছানার খাদ্য যোগায়।