উজিরপুর প্রতিনিধিঃ উজিরপুর ব্লাড ডোনার্স ক্লাবে একঝাঁক তরুন-তরুনীদের চেষ্টায় ২৫০০ ডোনার পূর্ণ হলো। উজিরপুরে অনলাইন ভিত্তিক ব্লাড ডোনার্স ক্লাবের মানবতাপ্রেমী একঝাঁক প্রদীপ্ত সেচ্ছাসেবকদের প্রচেষ্টায় ২৫০০ ডোনার সদস্য পূর্ণ হল। তাই এ পূর্ণতাকে ঘিরে আনন্দ অনুভবের মধ্যে দিয়ে আগামীতে যেন বিন্দু থেকে সিন্ধুতে পরিনত হতে পারে সেই আশা এই ক্লাবের সদস্য সদস্যাদের হৃদয়ে।
ক্লাবের পক্ষ থেকে ক্লাবের প্রতিষ্ঠাতা ইমরান নাজির শান্ত জানান, দেশের এই মহামারি পরিস্থিতিতে আমরা উজিরপুর ব্লাড ডোনার্স ক্লাব (UBDC) পরিবার সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের পাশে থাকার।
করোনা ভাইরাস কোন বাধাই মানবতার সেবার কাজ রুখতে পারে না। তার এক অনন্য দৃষ্টান্ত উজিরপুর ব্লাড ডোর্নাস ক্লাবের (UBDC) সেচ্ছাসেবকরা।
এছাড়া তিনি আরও বলেন
এখন আমরা ২৫০০ জনের একটি পরিবার। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ যারা আমাদের পাশে ছিলেন। আশা করি আগামীতে থাকবেন। আপনাদের সবাইকে সাথে নিয়ে এগিয়ে যাবে মানবতার সেবায়। এছাড়া আরও ধন্যবাদ জানাই যারা প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে সহযোগীতা করেছেন। সবাই উজিরপুর ব্লাড ডোনার্স ক্লাব (UBDC) পরবিবারে সকল সেচ্ছাসেবক দের জন্য দোয়া করবেন তারা যেন সবাই সুস্থ থাকেন ভালো থাকেন এবং মহান আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন আমাদের এই (Covid-19) মহামারি ভাইরাস থেকে সবাইকে হেফাজতে করেন।