স্টাফ রিপোর্টার
বাড়ছে মানুষ, বাড়ছে কার্বন-ডাই-অক্সাইড, ধংস করা হচ্ছে বন, কাটা হচ্ছে গাছ, অনিশ্চিত হয়ে পড়ছে নতুন প্রজন্মের ভবিষ্যৎ। এমনই এক পরিস্থিতি যখন ভাবিয়ে তুলছে বিবেকবানদের, ঠিক তখনই
দেশের বায়ু, দেশের মাটি, গাছ লাগিয়ে করবো খাঁটি- স্লোগান সামনে রেখে লক্ষ্মীপুরে মাটির ব্যাংকের বৃক্ষ রোপন কর্মসূচি অায়োজন করা হয়
মাটির ব্যাংক লক্ষ্মীপুর জেলা চেয়ারম্যান
পরিবেশ প্রেমী মাহাথির মাহমুদ সাইফ বলেন, ‘আমাদের পরবর্তী প্রজন্মকে একটি বসবাস উপযোগী পৃথিবী উপহার দেওয়া আমদের দায়িত্ব। আর গাছ লাগানো ছাড়া এর বিকল্প কোনো উপায় নেই। তাই এ চেতনাবোধ থেকেই সাধারণ মানুষের মাঝে সচেতনতা তৈরির লক্ষ্যে এ কর্মসূচী গ্রহন করছি। ’
অপরদিকে পদযাত্রায় আসা স্কুল ছাত্র হাবিবুর রহমান সৌরভ ক্ষোভ প্রকাশ করে বলে, ‘বনখেকোরা নিজের স্বার্থে ধংস করছে বন। আর অনিশ্চিত হচ্ছে আমাদের ভবিষ্যৎ। বে একবিংশ শতাব্দির চ্যালেঞ্জ মোকাবেলায় বৃক্ষরোপন অভিযানটিকে দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত পৌঁছে দিয়ে সবার অংশগ্রহণ নিশ্চিত করা এবং বন সংরক্ষনের পাশাপাশি সামাজিক বনায়নকে উৎসাহিত করা অত্যন্ত জরুরি বলে মত প্রকাশ করলেন মাটির ব্যাংকের চেয়ারম্যান মাহাথির মাহমুদ সাইফ