আল্লাহর অশেষ রহমত। অনেকে হয়তো বিশ্বাসও করে না যে বাঁশ গাছে বাঁশ ফল হয়।আবার গ্রামের কোথাও কোথাও এরকম ও কুসংস্কার আছে যে এই ফল বাসায় রাখলে সেই লোক ধনী হয়ে যায়।
জেনে রাখা ভালো – যেই বাঁশ গাছে ফুল হয় সেই বাঁশ গাছের নাম হলো বেউর বাঁশ। এই বাঁশ গাছটি খুব কাঁটা জাতীয় হওয়ায় অনেক সময় গ্রামের পুকুরের মাছ চুরি রোখার জন্য এই বাঁশ কেটে পুকুরের জলের চারিপাশে ডুবিয়ে রাখা হয়, যখন কেউ জাল ফেলে মাছ ধরার চেষ্টা করে তখন তার জাল এই বাঁশে এমন ভাবে জরিয়ে যায় যে তা আর কখনো ছাড়ানো যায়না, বাধ্য হয়ে জাল ফেলে রেখেয় পালাতে হয়।
এছাড়া ব্রাহ্মণদের উপনয়নের (পৈতার) সময় এই বাঁশ গাছেরই একটি কঞ্চির বিশেষ প্রয়োজন হয়।।।