আইনজীবী তালিকাভূক্তি পদ্ধতি সংস্কারসহ বিভিন্ন দাবিতে আজ ১৩ আগস্ট, ২০২০ বেলা ১১:০০ টায় ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতি ভবনের ৩য় তলায় হলরুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রগতিশীল আইনজীবী ফ্রন্টের কেন্দ্রীয় সংগঠক অ্যাড. আসাদুল ইসলাম আসাদের সভাপতিত্বে ও জেলা জজ কোর্টের শিক্ষানবিশ আইনজীবী সুজন বিপ্লবের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় আলোচনা করেন বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সদস্য আবু তোয়াব অপু, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাবেক সাংগঠনিক সম্পাদক রাশিব রহমান, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সদস্য আরিফুল ইসলাম মিটুল, আইনজীবী সহকারী মামুন হোসেন প্রমুখ।
সভায় দেশব্যাপি আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সুজন বিপ্লবকে সমন্বয়ক করে ৭ সদস্যবিশিষ্ট আইনজীবী সনদ অধিকার আন্দোলন এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। পরবর্তীতে বিভিন্ন জেলা প্রতিনিধিদের সমন্বয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার পরিকল্পনা গ্রহণ করা হয়। আলোচকবৃন্দ বলেন, বিশ্বে দ্রুত বর্ধনশীল বেকারত্বপূর্ণ ২০টি দেশের মধ্যে ১২তম দেশ বাংলাদেশ হওয়া স্বত্ত্বেও বিশেষায়িত আইন ব্যবসা পরিচালনায় অনুমতিপত্রের জন্য দীর্ঘ ও জটিল প্রক্রিয়া ভীষণ অযৌক্তিক।
বাংলাদেশ বার কাউন্সিলের তত্ত্বাবধানে প্রশিক্ষণ সভা, সেমিনার-সিম্পোজিয়ামে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষানবিশি শেষে আইনজীবী সনদ প্রদানসহ বিভিন্ন দাবি জানান আলোচকবৃন্দ। সভা থেকে উক্ত দাবির ভিতিত্তে দেশব্যাপি শিক্ষানবিশ আইনজীবীসহ আইন পেশার সাথে সম্পৃক্ত ব্যক্তিবর্গ, আইনের ছাত্র, অভিভাবকসহ সব মহলের মানুষকে দূর্বার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়।