হাসিব আহম্মেদ, ববি প্রতিনিধিঃ
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ৭১.৯৪ শতাংশ শিক্ষার্থী অনলাইনে ক্লাস করতে আগ্রহী।তবে মাত্র ১৮.৩৮ শতাংশ শিক্ষার্থী ক্লাসের ব্যয় বহনে সক্ষম। ইয়ুথ এন্ডিং হাঙ্গার, বরিশাল বিশ্ববিদ্যালয় ইউনিটের ‘বর্তমান প্রেক্ষাপটে বরিশাল বিশ্ববিদ্যালয়ে অনলাইন শিক্ষা কার্যক্রমের প্রতিবন্ধকতা ও উত্তরণের উপায়’ শীর্ষক গবেষণায় এ তথ্য পাওয়া যায়।তাদের এ গবেষণার জরিপে ৬২০জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
এ গবেষণায় দেখা যায়, অনলাইনে ক্লাশ করার খরচ শতকরা ১৮.৩৮ শতাংশ শিক্ষার্থী বহন করতে পারবে, ৪২.৪১ শতাংশ বহন করতে পারবে না ও ৩৯.১৯ শতাংশ আংশিক বহন করতে পারবে। গবেষণায় আরও দেখা যায়,অধিকাংশ শিক্ষার্থীর(৭৮.৮৭%) জুম বা গুগল মিট অথবা এরুপ সফটওয়্যার ব্যবহার করে ক্লাশ করার জন্য প্রয়োজনীয় গ্যাজেট (স্মার্ট ফোন অথবা ল্যাপটপ) থাকলেও মাত্র ৩৩.৮৭ ভাগ শিক্ষার্থী অনলাইন ক্লাস করার মতো সুবিধাজনক স্থানে নেটওয়ার্ক কানেকশন পেয়ে থাকেন, ৩১.৭৭ ভাগ শিক্ষার্থী পান না এবং ৩৪.৩৫ ভাগ শিক্ষার্থীরা কখনো কখনো পেয়ে থাকেন।দলটি শিক্ষার্থীদের কাছে ডিভাইস ও নেটওয়ার্কজনিত সমস্যা না থাকলে, ফ্রী ইন্টারনেট সুবিধা প্রদান করা হলে ক্লাস করতে পারবে কিনা জানতে চাইলে ৬১১ জনের মধ্যে ৫৭৭ জন পারবেন বলে জানিয়েছেন।