এস এ মারুফ
চাটমোহরের সামাজিক সংগঠন তারুণ্যের আলো’র তরুণ সংগঠকেরা প্রথমবারের মত ‘সাহিত্য তরী’ নামের সাহিত্য সাময়িকী প্রকাশ করে বাজারে ছেড়েছে। গল্প, কবিতা, চিত্রাংকন, প্রবন্ধ, অভিমত সমন্বয়ে ১২ পৃষ্ঠার আংশিক রঙ্গিণ সাহিত্য সাময়িকী ‘সাহিত্য তরী’ সম্পাদনা করেছেন মো: আবু বকর সিদ্দিক।
আজ ৩০ জুলাই বৃহস্পতিবার বিকেল ৪টায় চাটমোহর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ছোট্ট পরিসরে ‘সাহিত্য তরী’র প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। চাটমোহর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক চলনবিল পত্রিকা সম্পাদক রকিবুর রহমান টুকুনের প্রাঞ্জল উপস্থাপনায় প্রকাশনা উৎসবে আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: ইসাহক আলী মানিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান, সিনিয়র সহকারি পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) সজীব শাহরীন, চাটমোহর ব্যবসায়ী সমিতির সভাপতি ও সাপ্তাহিক সময় অসময় পত্রিকা সম্পাদক কে. এম. বেলাল হোসেন স্বপন, চেতনায় চাটমোহর-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জেমান আসাদ প্রমূখ।
বক্তাগণ, সামাজিক সংগঠন তারুণ্যের আলো’র সাহসী উদ্যোগ ‘সাহিত্য তরী’ প্রকাশনাকে স্বাগত জানান এবং সাময়িকীটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন। আলোচনা পর্ব শেষে সাহিত্য তরী’র আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ।
প্রকাশনা উৎসবে সাহিত্যানুরাগী ব্যক্তিদের মধ্যে নূরে আলম মঞ্জু, চিত্রাংকন শিক্ষক মানিক দাস, কবি খন্দকার হোসনে আরা হাসি, সাংবাদিক শাহীন রহমান, চাটমোহর ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি শেখ মো: জিয়ারুল হক সিন্টু সহ তারুণ্যের আলো পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সামাজিক সংগঠন তারুণ্যের আলো ইতিমধ্যে উপজেলার বিভিন্ন এলাকায় শীতবস্ত্র বিতরণ, বৃক্ষরোপন এবং করোনা সচেতনতায় লিফলেট বিতরণ, ফেস্টুন প্রকাশ, হাট-বাজার-মার্কেটে জীবানুনাশক স্প্রে করা, ব্যবসা প্রতিষ্ঠানের সামনে নিরাপত্তা সার্কেল অাঁকা, দু:স্থ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ সহ গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।