মো: মাইনুল ইসলাম (অপু)
(পবিপ্রবি. প্রতিনিধি):
“শুভ জন্মদিন ” ১৯ বছর পেরিয়ে ২০ বছরে পা বাড়ালো পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। দক্ষিণবঙ্গের সর্বোচ্চ বিদ্যাপীঠ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ।
২০০০ সালের ৮ জুলাই তৎকালীন ও বতর্মান মাননীয় প্রধানমন্ত্রী জননেএী শেখ হাসিনা কৃষি কলেজটিকে বিশ্ববিদ্যালয় হিসেবে উদ্বোধন করেন।
২০০১ সালের ১২ জুলাই জাতীয় সংসদে পটুয়াখালী কৃষি কলেজ বিলুপ্ত করে ‘পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ আইন পাস হয় এবং ২০০২ সালের ২৬ ফেব্রুয়ারি সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে ‘পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ বাস্তব রূপ লাভ করে। প্রতিবছর বিশ্ববিদ্যালয় কতৃক শিক্ষার্থীদের অংশগ্রহনে নানাবিধ অনুষ্ঠান মালা ফানুস, আতশবাজি, চা চক্র, আবির মাখামাখি, হাড়িভাঙা, বিতর্ক প্রতিযোগিতা এবং রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়তো এবছর দেশে সার্বিক পরিস্থিতিতে নেই কোন আায়জন। সুদীর্ঘ পথ পরিক্রমায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার দিক থেকে অনেক শিক্ষার্থী জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে অবদান রেখেছেন।