স্বপ্নীল দাস(দর্পন)
একদিন থেমে যাবে এই মৃত্যুমিছিল
আবার ছুটবে পৃথিবী ক্লান্তিহীন ভাবে।
একদিন অভিশাপের খাতা বন্ধ করে
আশীর্বাদের খাতায় নাম লেখাবে পৃথিবী।
আবার একদিন পৃথিবী আগুন রাঙা
সূর্যটার কুসুম রাঙা আলোয় জ্বলে উঠবে….
একদিন পৃথিবী কালো মেঘহীন আকাশ দেখবে,
যেখানে কোন প্রিয়জন হারানোর কান্না থাকবে না।
একদিন আবার প্রিয় তার প্রিয়সীকে চুমু খাবে বাঁধাহীন ভাবে।
একদিন আবার দস্যি ছেলেটা তার প্রিয়সীর জন্য
দূরন্ত ষাঁড়ের চোখে লাল কাপড় বাঁধবে।
আবার ঘোর কালি সন্ধ্যায় রাঁধার মা শাখ বাজাবে,
উল্বধ্বনী দেবে রাঁধার কাকীমা,
মন্দিরের পাশের মসজিদেই আবার
আযানের সাথে সাথে সবাই এসে দাঁড়িয়ে যাবে নামাজ আদায়ে।
রোজার দিনে ইফতারের সময়
গরম জিলিপি ভাজবে সোনা কাকা,
বাকী চাইতে গেলে দুটো কথা শুনিয়ে আবার দিয়েও দিবে সে।
দুর্গাপুজোর প্যান্ডেলের বাঁশ বাঁধবে সোলেমান চাচা।
একদিন এ ঝড় থেমে যাবে
পৃথিবী আবার শান্ত হবে
যেদিন পৃথিবী আবার শান্তিতে একবুক নিশ্বাস নিবে
সেদিন আবার দেখা হবে বন্ধু, দেখা হবে