দু’শ বছরের বৃটিশ শাসনের পরাধীনতার নিগড়ে বন্দি থেকে একরকম ইচ্ছাকৃতভাবে স্বাধীনতা অর্জন ভারতীয় উপমহাদেশের। স্বাধীনতার উপলব্ধি সেই সুপ্রাচীনকাল থেকে থাকলেও তার প্রকৃত সুধা আজও ভোগ করা হয়নি এই দক্ষিণ এশিয়ার সোনার দেশে। ৪৭ এর দেশ বিভাগে হারাধনের দুই ছেলে তৈরি হলো। কিন্তু রক্তের সম্পর্ক এক হলেও আচরনে সৎ ছেলে আর সৎ মায়ের মতোই গতানুগতিক আচরণেরই যেন প্রতিনিধিত্ব করে। দেশ বিভাগের পর থেকে পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের মধ্যে সকল সংগ্রাম ই ছাত্রদের দ্বারা পরিচালিত হয়ে এসেছে। তার সফলতা হিসেবে আমরা ৭১ এ পেয়েছি স্বাধীনতা। ছাত্র সমাজের শক্তির প্রখরতা আমরা বাঙালিরা ১৯৫২ সনেই টের পেয়েছিলাম। পাকিস্তান সরকার ছাত্র সমাজের প্রতি ডোন্ট কেয়ার ভাব ই পরবর্তীতে পাকিস্তানকে পুরোপুরি সফলভাবে দ্বখন্ডিত করতে সাহায্য করে। রাষ্ট্রভাষা আন্দোলন থেকে শুরু করে, শিক্ষা আন্দোলন(১৯৬২) ৬ দফা আন্দোলন(১৯৬৬), আইয়ুব বিরোধী আন্দোলন(১৯৬৯) এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ। জাতির প্রত্যেকটি স্বাধীনতা সংগ্রামে ছাত্রদের ভুমিকা অগ্রগণ্য। বিংশ শতাব্দীর ছাত্র রাজনীতি মান্যবরে প্রশংসিত হলেও আজকের রাজনৈতিক ছাত্র সমাজ ঠিকই উল্টো পথে হাঁটছে। দেশের ক্ষমতাসীন দলের সমর্থক ছাত্র রাজনৈতিক দল বাংলাদেশ ছাত্রলীগ প্রশংসা কুড়ানোর চেয়ে নিন্দা কুড়াতে যেন একেবারেই ওস্তাদ। সমগ্র বাংলাদেশে তাদের হিংস্র ব্যবহার আর যত্রতত্র রাজনৈতিক ও পেশি শক্তির ব্যবহার বরাবরই প্রশ্নবিদ্ধ। নিরাপদ সড়ক চাই আন্দোলনে আন্দোলনরক শিক্ষার্থীদের উপর নির্যাতন এই ঐতিহ্যবাহী সংগঠনকে কলঙ্কিত করে। এছাড়া সিলেটে কলেজ ছাত্রীকে কুপিয়ে হত্যা চেষ্টা,এবং বিশ্ববিদ্যালয়ের ভিসির নিকট হতে চাঁদাবাজির চেষ্টা বেঁচে যাওয়া সম্মানটুকুও শেষ করে দেয়। তারুণ্যে যারা স্লোগানে স্লোগানে রাজপথ কাপিয়েছেন তারা আজও নিজের সন্তানদের ছাত্র রাজনীতির অশুভ দর্শণ থেকে নিরুৎসাহিত করে। ছাত্র রাজনীতি বর্তমানে অনেকটা ওস্তাদ ধরে গাড়ি চালানো শেখার মতো। জন্মদিনের শুভেচ্ছাসহ সেলফি আর নতুন পদ পেলে হস্তলিখিত বিজ্ঞপ্তির ছবিসহ পোস্ট ‘ভালবাসা অবিরাম’। তারুণ্যের প্রাণের সংগঠন হলেও দেশের ৭০ শতাংশ তরুণ-তরুনীর ফেইসবুকে পলিটিক্যাল ভিউসে লেখা থাকে’ আই হেইট পলিটিক্স’। তাই শিক্ষিত মেধাবি তরুণ শখ করেও রাজনীতিতে আসতে চাইনা। জানতে হবে রাজনৈতিক দর্শণ, বুঝতে হবে জনগনই সকল ক্ষমতার উৎস, তবেই প্রকৃত জনগনধর্মী রাজনৈতিক চিন্তা-ধারা প্রতিফলিত হবে।
রাব্বীর হোসাইনআইন ডিসিপ্লিন,৩য় বর্ষ, খুলনা বিশ্ববিদ্যালয়,খুলনা।