প্রহর গুনি!
ক্ষুদ্র পরিসরে নবায়নযোগ্য ভালবাসায় সিগদ্ধ হবার।
প্রহর গুনি অপেক্ষার!
হাতে হাত রেখে সোনালী দিনে শুতো বোনার!
তুমি সেই সুতোর প্রতিটা ঘর।
নির্জন প্রহরে কাছে পাবার!
চেনাচিনি হবে, হবে উপলব্ধি!
জোৎস্না রাতে সুর উঠাবো একতারে ,
সুধাবো সুখ!
তুমি সেই রাজকুমারী!
যা আমি স্বপ্নে গাঁথি।
বাস্তবিক রুপ তরে!
সমুদ্র থেকে পাহাড়, তুমি হলে আমার!
আমি হবো মহাকাল,
অনন্ত সজীব ।
মো: সোহেল রানা
আইন বিভাগ,ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া