সব
facebook apsnews24.com
মুস্তাফিজুর রহমান কি আইপিএল পুরো সময় খেলতে পারবে - APSNews24.Com

মুস্তাফিজুর রহমান কি আইপিএল পুরো সময় খেলতে পারবে

মুস্তাফিজুর রহমান কি আইপিএল পুরো সময় খেলতে পারবে

এবারের আইপিএলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি পেসার মুস্তাফিজুর রহমান। চলতি আসরে পাওয়ার প্লে কিংবা ডেথ ওভারÑ সব জায়গাতেই বল হাতে জাদু দেখাচ্ছেন চেন্নাই সুপার কিংসের এই পেসার। এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে ১১ উইকেট শিকার করেছেন এই বাঁহাতি পেসার। কিন্তু মুস্তাফিজকে আসরের মাঝপথেই ফিরে আসতে হবে দেশে। এই কাটার মাস্টারকে চেন্নাই পুরো মৌসুম দলে চাইলেও তাকে দেশে ফিরিয়ে আনতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজ বিবেচনায় নিয়ে মুস্তাফিজকে আইপিএল খেলার জন্য ৩০ এপ্রিল পর্যন্ত ছাড়পত্র দিয়েছিল বিসিবি, যা পরে একদিন বাড়িয়ে ১ মে করা হয়েছে। ওইদিন পাঞ্জাব কিংসের বিপক্ষে চেন্নাইয়ের হয়ে খেলবেন মুস্তাফিজ।

এদিকে জাতীয় দলের প্রধান নির্বাচকের দায়িত্ব নেওয়া সাবেক ক্রিকেটার ও বিসিবি পরিচালক গাজী আশরাফ হোসেন লিপু আগেই জানিয়েছিলেন, মুস্তাফিজের আইপিএল খেলা নিয়ে তার আপত্তি নেই। তার ভাষ্য, মুস্তাফিজের ছুটির বিষয়টি দেখবে বোর্ড। আইপিএলের ছুটিতে থাকলে তাকে জাতীয় দলে ডাকা হবে না। তবে ছুটিতে না থাকলে জাতীয় দলে রাখা হবে তাকে। জিম্বাবুয়ে সিরিজ না খেলে মুস্তাফিজ আইপিএল খেললেই বেশি লাভ হবে বলে মনে করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক আকরাম খানও। বলেন, মুস্তাফিজকে আইপিএলে খেলার সুযোগ দেওয়া উচিত। কিছুদিন আগেও তো তার পারফরম্যান্স নিয়ে আমরা চিন্তিত ছিলাম। গত ১২ মাস বেশ ভুগেছেও সে। আইপিএলে গিয়ে তার উন্নতি হয়েছে।’

যদিও মুস্তাফিজের আইপিএলে খেলা নিয়ে বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যন জালাল ইউনুসের ভিন্ন মত। জানান, আইপিএলে খেলে মুস্তাফিজের কোনো লাভ হচ্ছে না। তার শেখার সময় পার হয়ে গেছে। বরং তার থেকে শিখতে পারে আইপিএল খেলোয়াড়রা। মুস্তাফিজের স্বাস্থ্য ও ফিটনেস নিয়ে আমরা চিন্তিত। আইপিএল তার সবটা বের করে নিচ্ছে।

এদিকে বিসিবির এমন সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন ভারতের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার আকাশ চোপড়া। ভারতীয় এই ক্রিকেট বিশ্লেষক বলেন, ‘যে ভালো করছে তাকে ভালো করতে দাও। সামনে বড় নিলাম। মুস্তাফিজের অনেক টাকা আয়ের সুযোগ রয়েছে।’ জালালের মন্তব্যের সমালোচনা করে আকাশ আরও বলেন, ‘বাংলাদেশ তো বলছে তার (মুস্তাফিজ) কোনো উপকার হচ্ছে না। তার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট হচ্ছে না। তাই তাকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। বাংলাদেশ এরকম অনেকবার করেছে। বিশ্বকাপ ঘনিয়ে আসছে। ভারতের ক্রিকেটাররাও যাবে। আমি বুঝতে পারছি না বাংলাদেশ কেন এমনটা করছে।’

এদিকে মুস্তাফিজের পুরো আইপিএল খেলতে না পারার প্রসঙ্গে বাস্তববাদী হওয়ার কথা বলেছেন বিসিবির আরেক পরিচালক এবং জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন, ‘দেশ তো সবার আগে। তো অবশ্যই জালাল (ইউনুস) ভাই একটা চিন্তা করেই এই বক্তব্যটা দিয়েছেন। উনি ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান, গার্ডিয়ান। আমাকে এটাই ধরে নিতে হবে উনার কথাটাই ঠিক।’ আইপিএল থেকে শেখার প্রসঙ্গে সুজন বলেন, ‘উনি (জালাল ইউনুস) এইটাকে ওইভাবে মিন করেননি। উনি বলেছেন মুস্তাফিজ এত বছর ধরে খেলছে। হয়তোবা জালাল ভাই ওই অ্যাঙ্গেল থেকে কথাটা বলেছেন। মুস্তাফিজের যে অভিজ্ঞতা আছে তাতে ভারতের অনেক বোলার ওর থেকে ওর কাটার বা এরকম জিনিস শিখতে পারবে। দিনশেষে আমি মনে করি দেশ সবার আগে। মুস্তাফিজ যদি আইপিএল খেলতে পারত আমিও খুশি হতাম। যদি দেশের খেলা না থাকত সমস্যা হতো না।

আপনার মতামত লিখুন :

গরমকালে প্রস্রাবে ইনফেকশনের ঝুঁকি বাড়ে! প্রতিরোধে করণীয়

গরমকালে প্রস্রাবে ইনফেকশনের ঝুঁকি বাড়ে! প্রতিরোধে করণীয়

দ্রুত সময়ে রেকর্ড  সংখ্যক মামলা নিষ্পত্তি কুষ্টিয়ার অতিঃ জেলা জজ প্রথম আদালতে

দ্রুত সময়ে রেকর্ড সংখ্যক মামলা নিষ্পত্তি কুষ্টিয়ার অতিঃ জেলা জজ প্রথম আদালতে

জঙ্গি হামলায় নিহত  বিচারক সোহেল আহমেদ ও জগন্নাথ পাড়ে স্মরণে

জঙ্গি হামলায় নিহত বিচারক সোহেল আহমেদ ও জগন্নাথ পাড়ে স্মরণে

শিক্ষা প্রতিষ্ঠানে দলীয় আনুগত্যের ভিত্তিতে নিয়োগ বন্ধ করুন : বাংলাদেশ ন্যাপ

শিক্ষা প্রতিষ্ঠানে দলীয় আনুগত্যের ভিত্তিতে নিয়োগ বন্ধ করুন : বাংলাদেশ ন্যাপ

দাদা ছবি তুলে কাজ নাই পারলে আমাকে একটু সাহায্য করুন না

দাদা ছবি তুলে কাজ নাই পারলে আমাকে একটু সাহায্য করুন না

টিকা নিয়ে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা জাতি জানে না : এলডিপি

টিকা নিয়ে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা জাতি জানে না : এলডিপি

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মোস্তাফিজুর রহমান
০১৬২৫৪৬১৮৭৬

editor@apsnews24.com, info@apsnews24.com
Developed By Feroj